TRENDING:

'নোটবন্দিতে ভোটে কালোটাকার ব্যবহার একটুও কমেনি, বরং বেড়েছে'

Last Updated:

রাওয়াতের কথায়, 'বিমুদ্রাকরণের পর, মনে করা হয়েছিল, নির্বাচনে কালোটাকার রমরমা অনেক কমে যাবে৷ কিন্ত‌ু যে হারে কালোটাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বাস্তবে দেখা যাচ্ছে, ভোটে কালোটাকা রোধে নোটবন্দি ব্যর্থ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দু দিন হল নির্বাচন কমিশনের প্রধানের পদে অবসর নিয়েছেন৷ পদ থেকে সরেই নোটবন্দি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত৷ বললেন, ভোটে কালোটাকার ব্যবহার রুখতে নোটবন্দি সাহায্য করেনি৷ নোটবন্দির জেরে ভোটে কালোটাকার রমরমা একটুও কমেনি৷
advertisement

রাওয়াতের কথায়, 'বিমুদ্রাকরণের পর, মনে করা হয়েছিল, নির্বাচনে কালোটাকার রমরমা অনেক কমে যাবে৷ কিন্ত‌ু যে হারে কালোটাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বাস্তবে দেখা যাচ্ছে, ভোটে কালোটাকা রোধে নোটবন্দি ব্যর্থ৷ আগের নির্বাচনগুলিতে যে রাজ্যগুলি থেকে যত কালোটাকা উদ্ধার হয়েছিল, ওই একই রাজ্যগুলি থেকে নোটবন্দির পর নির্বাচনে আরও বেশি কালোটাকা উদ্ধার হয়েছে৷'

advertisement

প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 'এর মানে রাজনীতির কারবারি ও লগ্নিকারীদের অর্থের অভাব নেই৷ এ সব ক্ষেত্রে যে ভাবে টাকার ব্যবহার হয়, তা সাধারণত কালোটাকাই হয়৷ নির্বাচনে কালোটাকা ব্যবহার নিয়ে যদি বলতে হয়, তা হলে বলব, কিছুই কমেনি৷'

নির্বাচন কমিশনের প্রধানের পদে অনেকটা সময় কাটিয়ে রাওয়াতের আক্ষেপ, নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও টাকার ব্যবহার নিয়ে একটা লিগাল ফ্রেমওয়ার্ক-এর প্রস্তাব আইনমন্ত্রককে দিতে না-পারা৷ তবে এ ক্ষেত্রে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার উপরে পূর্ণ আস্থা রাখছেন রাওয়াত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বলেন, 'চলতি বছরের অগাস্টে সব রাজনৈতিক দলের বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তহবিলে স্বচ্ছতা আনা জরুরি৷ দলের খরচের একটা সীমা বেঁধে দেওয়া উচিত৷ আমার মনে হয়, আগামী দিনে আলো দেখা যাবে৷'

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'নোটবন্দিতে ভোটে কালোটাকার ব্যবহার একটুও কমেনি, বরং বেড়েছে'