TRENDING:

মোদি বড় ঘোষণা করবে শুনেই সারা ভারত গুগলে সার্চ করল ‘নোটবন্দি’ আর ‘সার্জিক্যাল স্ট্রাইক!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চরম উৎকণ্ঠার মধ্যে ছিল গোটা দেশ ৷ সৌজন্য আজ সকালের দিকে করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট ৷ যাতে লেখা ছিল, ‘‘সারা দেশের উদ্দেশে আর কিছুক্ষণের মধ্যেই খুব বড় একটা ঘোষণা করতে চলেছি ৷’’
advertisement

কী ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী সেই আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছিল গোটা দেশ ৷ আর তার প্রমাণ মিলেছে গুগল সার্চে ৷

দেখা গিয়েছে মোদীর টুইটের পর থেকে যে সময়টা তাঁর ভাষণের জন্য অপেক্ষা করেছিলেন দেশবাসী, সেই সময় ভারতে গুগলে সবচেয়ে বেশি সার্চ 'ডিমনিটাইজেশন' এবং 'সার্জিক্যাল স্ট্রাইক' সংক্রান্ত। এই দুটি বিষয়েই প্রধানমন্ত্রী নতুন কিছু জানাতে পারেন বলে আশঙ্কা করেছিলেন অধিকাংশ ভারতীয়। তাই এই দুটি বিষয়ে নতুন কোনও খবর আছে কিনা, তা জানতে গুগল সার্চ করেন অনেকেই।

advertisement

advertisement

এ দিন ঠিক সকাল ১১.২৩-এ প্রধানমন্ত্রী ট্যুইট করেন, ‘‘১১.৪৫ থেকে ১২টার মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখব।’’এই ঘোষণার পরেই জল্পনা শুরু হয় ৷ যতোটা সময় এগোতে থাকে, ততই বাড়তে শুরু করে জল্পনা ৷ কী নিয়ে বক্তব্য রাখবেন মোদি, তা নিয়ে বাড়তে থাকে উদ্বেগের মাত্রা ৷

advertisement

কী বিষয়ে বক্তব্য রাখবেন মোদি? জল্পনা চলতে থাকে সোশ্যাল মিডিয়াতেও। কেউ ভাবতে শুরু করেন, আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক, আবার কারও মতে দাউদ ইব্রাহিমকে হয়তো ধরেছে ভারত। এমনকী অল্প কিছুক্ষণের জন্য টুইটারে ট্রেন্ড হয়ে যায় 'দাউদ'। অবশেষে ১২.২৫-এ নিজের বক্তব্য রাখেন মোদী। জানান 'মিশন শক্তি'র কথা।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মোদি বড় ঘোষণা করবে শুনেই সারা ভারত গুগলে সার্চ করল ‘নোটবন্দি’ আর ‘সার্জিক্যাল স্ট্রাইক!