TRENDING:

যৌ*ন মিলনে তৃপ্তি দিতে ‘ব্যর্থ’ স্বামীকে এলোপাথাড়ি ছুরির কোপে খুন করে ‘আত্ম*হত্যা’ বলে চালাতে গিয়ে ফাঁদে ঘাতক স্ত্রী

Last Updated:

Crime News: পুলিশের দাবি, অপরাধ স্বীকার করে ওই মহিলা৷ জিজ্ঞাসাবাদের সময় খুনের কারণ হিসেবে জানায় যৌন সঙ্গমের সময় স্বামী তাকে শারীরিক তৃপ্তি দিতে পারত না৷ তাই খুনের সিদ্ধান্ত নেয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : নিজেই স্বামীকে নৃশংস ভাবে খুন করে আত্মহত্যার ঘটনা বলে দেখানোর চেষ্টা করল স্ত্রী৷ চাঞ্চল্যকর এই ঘটনা দিল্লির৷ পুলিশের দাবি, যৌনতায় তৃপ্তি দিতে না পারার অভিযোগে স্বামীকে হত্যা করেছে অভিযুক্ত৷ ঘটনার সূত্রপাত ২০ জুলাই, রবিবার৷ সেদিন বিকেলে নিহাল বিহার থানায় একটি ফোন যায় স্থানীয় হাসপাতাল থেকে৷ জানানো হয়, একজন মহিলা তাঁর স্বামী মোহাম্মদ শাহিদকে ছুরিকাহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছেন৷ হাসপাতালে পৌঁছনর পর পরই ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন মোহাম্মদকে৷
AI Generated Image
AI Generated Image
advertisement

পরে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছে ওই মহিলা দাবি করেন যে তাঁর স্বামী ছুরিকাঘাতে আত্মহত্যা করেছেন৷ কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মোহাম্মদের স্ত্রীর দাবি ধোপে টেঁকেনি৷ কারণ ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে, ওরকম আঘাত কেউ নিজেই নিজেকে করতে পারে না৷ ফলে সব সন্দেহ গিয়ে পড়ে মৃতের স্ত্রীর উপরে৷ এর পর, পুলিশ একটি খুনের মামলা দায়ের করে এবং তদন্ত জোরদার করে।

advertisement

জিজ্ঞাসাবাদের পর মহিলার মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করা হয়৷ তদন্তকারীরা জানতে পারেন চ্যাট হিস্ট্রি ডিলিট করা নিয়ে গুগুলে সার্চ করেছিল অভিযুক্ত৷ অ্যালুমিনিয়াম ফসফাইড বা সালফসসের মতো বিষাক্ত যৌগের ব্যবহার নিয়ে অনুসন্ধান করেছিলেন৷ জানতে চেয়েছিল এই যৌগের মারণ প্রভাব নিয়ে৷

এর পরই পুলিশি জেরায় ভেঙে পড়ে অভিযুক্ত৷ পুলিশের দাবি, অপরাধ স্বীকার করে ওই মহিলা৷ জিজ্ঞাসাবাদের সময় খুনের কারণ হিসেবে জানায় যৌন সঙ্গমের সময় স্বামী তাকে শারীরিক তৃপ্তি দিতে পারত না৷ তাই খুনের সিদ্ধান্ত নেয়৷ অভিযোগ, এলোপাথাড়ি ছুরির কোপে স্বামী মোহাম্মদ শাহিদকে খুন করে তাঁর স্ত্রী৷ এর পর পুলিশি তদন্তকে বিপথে নিয়ে যেতে পুরো ঘটনাকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করে৷

advertisement

আরও পড়ুন : যৌ*ন স*ঙ্গ*ম অথবা ঋতুস্রাবের পরও ‘এটা’ হলে মহিলারা সাবধান! হতে পারে জরায়ুর ক্যানসার! জানুন এ রোগের লক্ষণ!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিযুক্ত মহিলা কার সঙ্গে চ্যাট করত ইন্টারনেটে? কেন সে ডিজিটাল এভিডেন্স মুছে ফেলতে চেয়েছিল? তদন্তে উঠে আসা এ সব প্রশ্ন খতিয়ে দেখছে পুলিশ৷ যে ছুরির কোপে খুন করা হয়, সেটি পুলিশ খুঁজে পেয়েছে৷ অভিযুক্ত মহিলাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে৷ অপরাধের পিছনে সম্পূর্ণ মোটিভ অনুসন্ধান করছেন তদন্তকারীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
যৌ*ন মিলনে তৃপ্তি দিতে ‘ব্যর্থ’ স্বামীকে এলোপাথাড়ি ছুরির কোপে খুন করে ‘আত্ম*হত্যা’ বলে চালাতে গিয়ে ফাঁদে ঘাতক স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল