বুধবার রাতে পুলিশ ভ্যান পেট্রোলিং-এর সময় ময়ূর বিহার অঞ্চলে রাস্তার ধারে পার্ক করা ই-রিক্সায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান ৷ ই-রিক্সার চালকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, এক ব্যক্তিকে ওই রিক্সাচালককে বলেছিল ব্যাগটি মেট্রো স্টেশন অবধি নিয়ে যেতে ৷ ওই ব্যক্তি জানিয়েছিলেন তিনি নিজের বাইকে ওই রিক্সার পিছনে পিছনে যাবেন ৷ কিন্তু রিক্সাচালক জানান, সিগন্যালের জ্যামে তিনি হঠাৎ হারিয়ে যান ৷ তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরও চালক তাকে দেখতে পাননি ৷ এরপরই দায়িত্বে থাকা পুলিশকর্মী ব্যাগটি খুলে দেখার সিদ্ধান্ত নেন ৷
advertisement
ব্যাগ খুলতেই বেরিয়ে আসে মহিলার পচা গলা মৃতদেহ ৷ মহিলার পরনে ছিল জিনস ও কুর্তি ৷ গলায় ছিল মাফলার ৷ মহিলার সঙ্গে কোনও আইডি বা মোবাইল ফোনও ছিল না, যা থেকে পুলিশ তার পরিচয় জানতে পারে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মহিলাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ৷ ই-রিক্সা চালকের সাহায্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে ৷