নতাশা নারওয়াল এবং দেবাঙ্গনা কালিতা 'পিঞ্জরা তোড়' নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁরা মূলত নারীর অধিকার রক্ষা নিয়ে কাজ করেন। অন্যদিকে আসিফ ইকবাল তনহা জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়া। গত বছরের মে মাসে তাঁদের গ্রেফতার করা হয়। UAPA ধারায় তাঁদের গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। সেই তিনজনের জামিনের শুনানি চলাকালীন দিল্লি হাইকোর্ট পর্যবেক্ষণ দেয়, সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ এক জিনিস নয়। এরপর এই তিনজন সিএএ বিরোধীকে জামিন দেয় আদালত। তবে ১৫ জুনের সেই রায়ের পরও মুক্তি দেওয়া হয়নি তিন ধৃতকে।
advertisement
১৫ জুন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং বিচারপতি অনুপ জয়রাম ভাম্ভানি তিন আবেদনকারীরই জামিনের আবেদন মঞ্জুর করেন। প্রত্যেকেই দিল্লি হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। সূত্রের খবর, বর্তমানে তিন জনকেই ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং অনুপ জয়রাম ভাম্ভানির বেঞ্চ। এমনকী তাদের উপর চাপানো ইউএপিএ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুই বিচারক।