TRENDING:

Delhi Accident Update: দুর্ঘটনার পর ১৯ কিলোমিটার দূরের হাসপাতালে কেন? দিল্লিতে আমলার মৃত্যুতে জালে BMW-র মহিলা চালক

Last Updated:

মৃতের ছেলেও গতকাল প্রশ্ন তোলেন, কেন তাঁর বাবা-মাকে অত দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লিতে অর্থ মন্ত্রকের শীর্ষ আমলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল ঘাতক বিএমডব্লিউ গাড়ির মহিলা চালক গগনপ্রীত সিং-কে৷ গত কালই দিল্লিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অর্থ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক আধিকারিক নভজ্যোৎ সিং-এর৷ ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন মৃত আধিকারিকের স্ত্রীও৷
অর্থ মন্ত্রকের মৃত আমলা নভজ্যোৎ সিং , দুর্ঘটনায় আহত হন তাঁর স্ত্রীও(বাঁদিকে)৷ দুর্ঘটনাস্থলের ছবি (ডানদিকে)৷
অর্থ মন্ত্রকের মৃত আমলা নভজ্যোৎ সিং , দুর্ঘটনায় আহত হন তাঁর স্ত্রীও(বাঁদিকে)৷ দুর্ঘটনাস্থলের ছবি (ডানদিকে)৷
advertisement

যদিও দুর্ঘটনার পর ঘাতক গাড়িটির মহিলা চালক এবং তাঁর স্বামীর ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কারণ দুর্ঘটনার পর আহত ওই আমলা এবং তাঁর স্ত্রীকে দুর্ঘটনায় অভিযুক্ত ওই দম্পতিই হাসপাতালে পৌঁছে দেন৷ কিন্তু দুর্ঘটনাস্থলের কাছাকাছি কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে প্রায় ১৯ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

মৃত আধিকারিকের স্ত্রী অভিযোগ করেছেন, ‘আমার স্বামীকে কাছাকাছি কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বার বার ওই মহিলাকে অনুরোধ করি৷ কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন৷ আমার স্বামীর অবিলম্বে চিকিৎসা শুরু করার প্রয়োজন ছিল৷ কিন্তু তা হয়নি৷ এমন কি, হাসপাতালে পৌঁছনোর পরেও দীর্ঘক্ষণ আমার স্বামীকে স্ট্রেচারে ফেলে রাখা হয়৷’

advertisement

advertisement

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যে হাসপাতালে আহত ওই আমলা এবং তাঁর স্ত্রীকে নিয়ে যাওয়া হয়, সেটির মালিক ঘাতক গাড়িটির মহিলা চালক এবং তাঁর স্বামীর পরিচিত৷ এর থেকেই পুলিশের সন্দেহ, প্রমাণ লোপাটের জন্য ওই হাসপাতালে যান অভিযুক্ত দম্পতি৷ খবর পেয়ে মৃত আমলার ছেলে ওই হাসাপাতালে গিয়ে তাঁর মাকে দিল্লির দ্বারকা এলাকায় একটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন৷ যদিও মৃত্যু হয় আহত আমলা নভজ্যোৎ সিং-এর৷

advertisement

মৃতের ছেলেও গতকাল প্রশ্ন তোলেন, কেন তাঁর বাবা-মাকে অত দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হল?

রবিবার রাতেই নিহত নভজ্যোৎ সিং-এর স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ৩৮ বছর বয়সি গগনপ্রীত সিং-কে৷ গগনদীপের বিরুদ্ধে বেপরোয়া ভাবে গাড়ি চালানো, প্রমাণ লোপাটের চেষ্টা, অনিচ্ছাকৃত খুনের মতো একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ৷

advertisement

গতকাল দুপুরে স্ত্রী সন্দীপকে নিয়ে দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারে যান অর্থ মন্ত্রকের শীর্ষ আমলা নভজ্যোৎ৷ ফেরার পথে আর কে পুরমের কাছে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা৷ এর পর বাড়ির দিকে আসার সময় নভজ্যোতের মোটরসাইকেলে ধাক্কা মারে গগনপ্রীতদের বিএমডব্লিউ গাড়িটি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি এতটাই বেপরোয়া গতিতে চলছিল যে মোটরসাইকেলে ধাক্কার মারার পর গাড়িটি উল্টে যায়৷ গাড়ির ধাক্কায় বাঁ দিকে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে নভজ্যোতের মোটরসাইকেলের৷ এর পরই রাস্তায় ছিটকে পড়েন নভজ্যোৎ এবং তাঁর স্ত্রী৷

দুর্ঘটনার পর অন্য একটি গাড়ির চালক নভজ্যোৎ এবং তাঁর স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দিতে রাজি হন৷ তাঁদের সঙ্গেই গাড়িতে ওঠেন গগনপ্রীত৷ অভিযোগ, কাছাকাছি কোনও হাসাপাতালে না নিয়ে গিয়ে তিনিই গাড়ির চালককে ১৯ কিলোমিটার দূরের ওই বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য করেন৷

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হাসপাতালের অন্যতম কর্ণধার গগনদীপের বাবা৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি৷ প্রমাণ লোপাটের জন্যই গগনপ্রীত আহত আমলা এবং তাঁর স্ত্রীকে ওই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Accident Update: দুর্ঘটনার পর ১৯ কিলোমিটার দূরের হাসপাতালে কেন? দিল্লিতে আমলার মৃত্যুতে জালে BMW-র মহিলা চালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল