এ দিনও সকাল থেকে দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চল ধোঁয়াশায় ঢাকা৷ দূষণে নিয়ন্ত্রণ আনতে দিল্লিবাসীকে অড-ইভেন ফর্মুলায় রাজ্য সরকারকে সাহায্যের আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ খারাপ দৃশ্যমানতার জেরে ইতিমধ্যেই ৩৭টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
অড-ইভেন ফর্মুলা কেউ অমান্য করলে ৪ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে৷ শনিবার সন্ধ্যা ও রবিবার সকালে রাজধানী তে এক পশলা বৃষ্টি হয়। কিন্তু তাতেও দূষণ কমার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। গতকালের চেয়েও এদিন সকালে দূষণের মাত্রা বেশি। দিল্লি-এনসিআর-এর বেশ কয়েকটি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯০০ ছাড়িয়েছে। দিল্লির সঙ্গে লাগোয়া গৌতমবুদ্ধ নগর আর গাজিয়াবাদ জেলায় দূষণের জেরে স্কুল কলেজগুলি আগামি মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে ৫ নভেম্বর পর্যন্ত যাবতীয় নির্মানকাজও বন্ধ রাখা হয়েছে।