TRENDING:

আমাদের বাচ্চারা শ্বাস নিতে পারছে না, বন্ধ হচ্ছে স্কুল, দিল্লিতে দূষণের মাত্রা ফের গুরুতর

Last Updated:

বায়ুর মানের অবনতির কারণে একটি বেসরকারি স্কুল আগামিকাল, শুক্রবার দিল্লি এবং হরিয়ানায় তার সব শাখায় অফলাইন ক্লাস স্থগিত করেছে। অনলাইনে ক্লাস হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বুধবার এক চিলতে উন্নতি হলেও বৃহস্পতিবার ফের 'গুরুতর' অবস্থায় পৌঁছে গেল দিল্লির পরিবেশ দূষণের মাত্রা। দিল্লি এবং তার আশেপাশের এলাকায় আকাশে জমে রয়েছে ধোঁয়াশার পুরু স্তর।
Pollution in India
Pollution in India
advertisement

দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা বায়ুর গুণমান সূচক এখন ৪২৬-এ।

গাড়ির ধোঁয়া এবং পার্শ্ববর্তী রাজ্যে ফসল পোড়ানোর কারণে দিল্লির বাতাসে দূষণের পরিমাণ এতটা বেড়ে গিয়েছে। প্রতিকূল আবহাওয়াও রাজধানীতে দূষণের অন্যতম কারণ।

এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪০১ এবং ৫০০-র মধ্যে থাকলে তাকে গুরুতর হিসাবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: বিষধর সাপের ছোবল খেয়ে তাকেই পাল্টা দংশন! ৮ বছরের বালকের কামড়ে মৃত্যু কেউটের

advertisement

বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছে দিল্লিবাসীরা। বেশ কিছু বাসিন্দা শ্বাসকষ্টের কথা জানিয়েছেন, বয়স্ক এবং স্কুলছাত্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানা গিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিষাক্ত বাতাসের সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে (বিশেষ করে সকালের সময়) গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

বায়ুর মানের অবনতির কারণে একটি বেসরকারি স্কুল আগামিকাল, শুক্রবার দিল্লি এবং হরিয়ানায় তার সব শাখায় অফলাইন ক্লাস স্থগিত করেছে। অনলাইনে ক্লাস হবে।

advertisement

আরও পড়ুন: 'ভারত জোড়ো যাত্রা'য় নিজের পিঠে চাবুক মেরে জনসংযোগ রাহুলের, দেখুন ভিডিও

সোমবার থেকে স্কুলে গিয়ে ক্লাস করতে হবে। তবে স্কুলের নির্দেশ, এন৯৫ মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে পড়ুয়া এবং শিক্ষকদের জন্য।

সূত্রের খবর, আরও একাধিক স্কুল এই পন্থা নিতে পারে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বায়ুর মান উন্নত না হওয়া পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখার আবেদন জানিয়েছে এক দিন আগেই।

advertisement

অভিভাবকরা অবশ্য বলছেন, কর্তৃপক্ষের উচিত স্কুল বন্ধ না করে শহরের দূষণ মোকাবিলার জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা। তাঁদের মতে, স্কুল বন্ধ রাখাটা কোনও সমাধান নয়।

সংবাদমাধ্যমকে এক অভিভাবক বলেছেন, "আমাদের বাচ্চারা শ্বাস নিতে পারছে না ঠিকই, কিন্তু তা বলে স্কুলগুলি বন্ধ করা উচিত নয় সরকারের। বরং উচিত বায়ুর মান উন্নত করার জন্য পদক্ষেপ করা। কোভিড অতিমারির চলাকালীন স্কুল বন্ধ রেখে ইতিমধ্যেই বাচ্চারা ক্ষতিগ্রস্থ হয়েছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মঙ্গলবার শহরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪২৪। বুধবার তার থেকে খানিক উন্নতি দেখা দিয়েছিল। ইন্ডেক্স ছিল ৩৭৬। আবার ৪২৬-এ পৌঁছে গিয়েছে বৃহস্পতিবার।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আমাদের বাচ্চারা শ্বাস নিতে পারছে না, বন্ধ হচ্ছে স্কুল, দিল্লিতে দূষণের মাত্রা ফের গুরুতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল