TRENDING:

Parliament security breach case: তার ডেরাতেই লুকিয়েছিল মূল অভিযুক্ত ললিত, সংসদ হামলা কাণ্ডে ধৃত ষষ্ঠ অভিযুক্ত মহেশ

Last Updated:

ললিতের সঙ্গে মিলে মহেশও ঘটনার পর প্রথম ধৃত চার জন অভিযুক্তের মোবাইল ফোনগুলি নষ্ট করেছিল বলেও জানা গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে হামলা কাণ্ডে এবার ষষ্ঠ অভিযুক্তকেও গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ শনিবারই রাজস্থানের বাসিন্দা মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করে পুলিশ৷ তদন্তকারীরা জানিয়েছেন, গোটা চক্রান্তের সঙ্গে মহেশও যুক্ত ছিল৷
সংসদ হামলায় ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার৷
সংসদ হামলায় ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার৷
advertisement

মহেশ রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা৷ গত ১৩ ডিসেম্বর ঘটনার দিন বাকি পাঁচজনের সঙ্গে মহেশও দিল্লিতে এসেছিল৷ ওই দিনই লোকসভার গ্যালারি থেকে ঝাঁপ দেয় দু জন৷ সংসদের বাইরেও স্লোগান দেওয়ার সময় এক মহিলা সহ আরও দু জনকে গ্রেফতার করে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, দিল্লি থেকে পালিয়ে রাজস্থানে মহেশের ডেরাতেই গা ঢাকা দিয়েছিল এই ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝা৷ ললিতের সঙ্গে মিলে মহেশও ঘটনার পর প্রথম ধৃত চার জন অভিযুক্তের মোবাইল ফোনগুলি নষ্ট করেছিল বলেও জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: শিশুদের খুনের পর মাংস রান্না করে খাওয়া! পাকিস্তানে জালে নরপিশাচ

ঘটনার দিন সংসদ ভবনের বাইরে থেকে গ্রেফতার নীলম দেবীর সঙ্গেও যোগ ছিল মহেশের৷ গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে এসে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ললিত এবং মহেশ৷ সরকারি ভাবে ললিতকে শুক্রবার গ্রেফতার করা হয়৷ মহেশের এক সম্পর্কিত ভাই কৈলাসকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ কিন্তু তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি৷

advertisement

গত ১৩ ডিসেম্বর ২০০১ সালে হওয়া সংসদ হামলায় বর্ষপূর্তির দিন লোকসভা অধিবেশন কক্ষের মধ্যে ভিজিটর্স গ্যালারি থেকে ঝাঁপ দেয় সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দুই যুবক৷ ক্যানিস্টার থেকে হলুদ ধোঁয়া ছড়িয়ে দেয় তারা৷ একই সময়ে সংসদ ভবনের বাইরে থেকে গ্রেফতার করা হয় অমল শিন্ডে এবং নীলম দেবী নামে দু জনকে গ্রেফতার করে পুলিশ৷ তারাও রঙিন ধোঁয়া ছড়িয়ে স্লোগান দিতে থাকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

পুলিশ আদালতে দাবি করেছে, দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতেই এই গোটা পরিরল্পনা করেছিল অভিযুক্তরা৷ যাতে সরকার তাদের সব দাবি মেনে নেয়৷ ঘটনার পুনর্নিমাণের জন্যও আদালতের কাছে পুলিশ অনুমতি চাইবে বলে সূত্রের খবর৷ এই গোটা পরিকল্পনার পিছনে বিদেশি কোনও শত্রু রাষ্ট্রেরও আর্থিক সহযোগিতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament security breach case: তার ডেরাতেই লুকিয়েছিল মূল অভিযুক্ত ললিত, সংসদ হামলা কাণ্ডে ধৃত ষষ্ঠ অভিযুক্ত মহেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল