TRENDING:

Narendra Modi | Poster controversy: দিল্লিতে 'মোদি হঠাও, দেশ বাঁচাও' পোস্টার ঘিরে বিতর্ক, ১০০-র বেশি FIR দায়ের পুলিশের

Last Updated:

ইতিমধ্যেই আম আদমি পার্টির পক্ষ থেকে টুইট বার্তায় এই ঘটনার বিরুদ্ধে জবাব দিয়ে জানানো হয়েছে , 'এই পোস্টারে এত আপত্তিকর কী আছে যে, মোদীজি ১০০ এফআইআর দায়ের করেছেন? প্রধানমন্ত্রী মোদি, আপনি হয়ত জানেন না, ভারত একটি গণতান্ত্রিক দেশ। একটা পোস্টার দেখে এত ভয়! কেন?' 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বুধবার সকালের আলো ফুটতে না ফুটতেই রাজধানীতে হইহই। দিল্লি জুড়ে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-বিরোধী পোস্টার। এ নিয়ে বহু থানায় এফআইআর দায়ের করল পুলিশ। অন্তত, ১০০-রও বেশি মানুষের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় গ্রেফতার ৬ জন। কিন্তু, কারা টাঙাল মোদি বিরোধী পোস্টার? অভিযোগ, পাল্টা অভিযোগে মেতেছেন বিজেপি ও আম আদমি পার্টির নেতারা।
advertisement

কিন্তু, জি-২০ সম্মেলনের ঠিক আগে খোদ রাজধানীতে এভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার কেন সাঁটানো হল? এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে দিল্লি পুলিশ। বিজেপির অভিযোগ, কোনও গঠনমূলক কাজ করতে না পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বিরোধীরা। গোটা ঘটনার জন্য আম আদমি পার্টি এবং তাঁদের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে দায়ী করছে পদ্মশিবির।

advertisement

আরও পড়ুন: কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের সিনেমায় ডেবিউ! করেছেন শর্টফিল্মও, কোনপথে টলিউডে অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তী?

পাল্টা দিল্লি পুলিশের বিরুদ্ধে তিলকে তাল করে দেখানোর চেষ্টার অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। তাঁদের দাবি, "মোদি হঠাও, দেশ বাঁচাও" সাধারণ একটি রাজনৈতিক স্লোগান। এর জন্য বেছে বেছে কেন আম আদমি পার্টির নেতাদের গ্রেফতার করা হচ্ছে?

advertisement

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে পোস্টার বিতর্কে রাজধানী তোলপাড় হওয়ার পর পরই আগামিকাল, বৃহস্পতিবার যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শন করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও। আম আদমি পার্টির অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের হেনস্থা করতে কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি দিল্লি পুলিশকে কাজে লাগাচ্ছে বিজেপি। তাছাড়া সামান্য পোস্টারকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চলছে। তাঁদের অভিযোগ, রাজধানীতে কার্যত জরুরি অবস্থা তৈরি করে রেখেছে কেন্দ্রীয় সরকার।

advertisement

আরও পড়ুন: এবার কি গ্রিন হচ্ছে কলকাতার ইয়েলো ট্যাক্সি! নতুন করে কোন বদলের ইঙ্গিত?

ইতিমধ্যেই আম আদমি পার্টির পক্ষ থেকে টুইট বার্তায় এই ঘটনার বিরুদ্ধে জবাব দিয়ে জানানো হয়েছে , 'এই পোস্টারে এত আপত্তিকর কী আছে যে, মোদীজি ১০০ এফআইআর দায়ের করেছেন? প্রধানমন্ত্রী মোদি, আপনি হয়ত জানেন না, ভারত একটি গণতান্ত্রিক দেশ। একটা পোস্টার দেখে এত ভয়! কেন?'

advertisement

উল্টোদিকে বিজেপির অভিযোগ, আম আদমি পার্টি বেআইনি কাজ করেছে। পোস্টারে ছিল না প্রিন্টারের নাম, লেখা হয়নি ঠিকানাও। সেই কারণেই বেআইনি পোস্টারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট বোতলের ভিতরে যীশু ও স্যান্টাক্লজ, বড়দিনের আগে শিল্পীর কাজ দেখে মুগ্ধ নেটদুনিয়া
আরও দেখুন

রাজীব চক্রবর্তী

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi | Poster controversy: দিল্লিতে 'মোদি হঠাও, দেশ বাঁচাও' পোস্টার ঘিরে বিতর্ক, ১০০-র বেশি FIR দায়ের পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল