নিরাপত্তা এজেন্সি সূত্রে সতর্ক করা হয়েছে ৷ হামলার আশঙ্কা রয়েছে সংসদ ভবনে ৷ সংসদের নিরাপত্তা নতুনভাবে সাজানো হচ্ছে ৷ কড়া নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে দিল্লি জুড়ে ৷
নিরাপত্তা এজেন্সি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১৫ অগস্ট দিল্লিতে বড়সড় হামলা চালাতে পারে খালিস্তানি দুই জঙ্গি সংগঠন ৷ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০১৬ সালে নাগরোতা সেনা ছাউনিতে হামলা চালানোয় জাতীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন ৩ জঙ্গি কাদরি, আশিক বাবা ও তৈরিক আহমেদ ৷ তাঁদের কাছে জিজ্ঞাসাবাদ করেই এই হামলার ছকের সন্ধান পেয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগ ৷ এমনকী, জাতীয় গোয়েন্দা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, স্বাধীনতা দিবসে দিল্লির উপর হামলা হতে পরে, তার তথ্য দিয়েছে কাদরি। জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে কাশ্মীর উপত্যকাতেও।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2018 10:54 AM IST