পুলিশের এসপি অমিত কুমার জানান, শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রতি পুলিশ থানার ৩০ কিমি দূরে, ভীমপুরা গ্রামের কাছে। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানান, ” গাড়িটি দিল্লি থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে তীব্র গতিতে ছুটে আসা গাড়িটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাড়িতে পড়ে যায়। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। রয়েছেন ১৫ বছরের এক কিশোর এবং ৭০ বছরের এক বৃদ্ধ।” পুলিশের এসপি অমিত কুমার আরও জানান, ” প্রাথমিক অনুমান, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েন চালক, সেই থেকেই দুর্ঘটনাটি ঘটে।”
advertisement
পুলিশ খাড়ি থেকে দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো গটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2025 9:47 PM IST
