TRENDING:

Delhi Double Murder: বাড়ির পরিচারকের হাতেই খুন মালকিন ও তাঁর ছেলে ! দিল্লির লাজপত নগরের ফ্ল্যাটে গলা কাটা অবস্থায় মিলল দেহ

Last Updated:

Mother, Son Found Murdered In Delhi: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ স্ত্রী-ছেলেকে ফোনে না পেয়ে ভয়ে ভয়ে থানায় ফোন করেন কুলদ্বীপ সেওয়ানি। তিনি নিহত মহিলা স্বামী তথা ওই নাবালকের বাবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির লাজপত নগর এলাকায় হাড়হিম করা খুনের ঘটনা। ওই এলাকার এক আবাসনের ফ্ল্যাট থেকে বুধবার রাতে উদ্ধার হয় এক মহিলা ও তাঁর ছেলের ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতদের নাম রুচিকা (৪২) এবং কৃশ (১৪)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মা-ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।
বাড়ির পরিচারকের হাতেই খুন মালকিন ও তাঁর ছেলে !
বাড়ির পরিচারকের হাতেই খুন মালকিন ও তাঁর ছেলে !
advertisement

আরও পড়ুন– যাত্রীরা বলায় তল্লাশি, ট্রেনের জেনারেল কামরায় RPF তল্লাশি চালাতেই মিলল বস্তাভর্তি এই জিনিস !

মা রুচিকাকে মাস্টার বেডরুমে এবং তাঁর ছেলে কৃশকে গলা কাটা অবস্থায় পাশের বাথরুমে পাওয়া গিয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে যে উভয় ক্ষত ধারালো বস্তু দিয়ে করা হয়েছে। বাড়ির পরিচারক, যাকে এই মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছিল এবং পলাতক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। পরিচারককে উত্তর প্রদেশ পুলিশ পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশনে একটি ট্রেন থেকে আটক করে এদিন। সে একটি দোকানে ড্রাইভার এবং হেল্পার হিসেবেও কাজ করত।

advertisement

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পরিচারক মুকেশ স্বীকার করেছে যে সে ৪২ বছর বয়সী মা  এবং তাঁর ১৪ বছর বয়সী ছেলে কৃশের গলা কেটে খুন করেছে ‘রাগের বশে’।

আরও পড়ুন– দিল্লি এনসিআর-এর বাজার ভরে গিয়েছে ‘সাদা বিষে’ ! না জেনে সানন্দে কিনছেন সবাই, নকল পনির চক্র রুখতে পদক্ষেপ পুলিশের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল মুকেশ (২৪)। তার খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে, তাকে দীনদয়াল উপাধ্যায় জংশনের একটি ট্রেন থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় মুকেশ জানিয়েছে, রুচিকা তাকে বকাবকি করেছিলেন। সেই রাগে তিনি মা ও ছেলেকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Double Murder: বাড়ির পরিচারকের হাতেই খুন মালকিন ও তাঁর ছেলে ! দিল্লির লাজপত নগরের ফ্ল্যাটে গলা কাটা অবস্থায় মিলল দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল