দক্ষিণ দিল্লির ডিসিপি (DCP) বিনীতা মেরি জয়কর জানিয়েছেন, ঘটনাটি ঘটে ২৪ এপ্রিল, বিকেল ৫টা নাগাদ। নির্জাতিতা নাবালিকা সেই সময় বাজারে সবজি কিনতে গিয়েছিল। বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে শানি বাজার, সেখানে যাওয়ার জন্য একটি অটো রিক্সায় চাপে নাবালিকা । অভিযোগ, অন্যতম অভিযুক্ত অটো চালক শাহরুখ তাকে সবজি বাজারের বদলে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। দুই বন্ধু আকাশ ও নাবালক-কে ফোন করে ডেকে পাঠায়। এরপর নাবালিকাকে জোর করে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়। এরপর অটোর মধ্যে শাহরুখ, এক নাবালক ও অন্য এক যুবক তাকে ধর্ষণ করে। এরপর তিগরির জেজে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও এক নাবালক-সহ পাঁচজন তাকে ধর্ষণ করে। সেই রাতে সেখানেই নাবালিকাকে আটক করে রাখা হয়। পরদিন সকালে সলমান চেসি নামে এক অভিযুক্ত-সহ ৪জন নির্জাতিতাকে মথুরার কোসি কালানে নিয়ে যায়।
advertisement
২৬ এপ্রিল নাবালিকার পরিবার থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে। পুলিশ এফআইআর ফাইল করে তদন্ত শুরু করে। ১ মে সাকেত মেট্রো স্টেশনের কাছে দেকা গিয়েছিল নাবালিকাকে, কিন্তু পুলিশ তাকে খুঁজে বের করতে পারেন না। সেদিনই অভিযুক্ত এক নাবালককে গ্রেফতার করে পুলিশ। এরপর সাকেত মেট্রো স্টেশনে নাবালিকার ছবি-সহ একাধিক পোস্টার লাগায় পুলিশ। ২ মে এক মহিলা পুলিশে ফোন করে জানান, তাঁর পাশেই নির্জাতিতা নাবালিকা দাঁড়িয়ে রয়েছে। তিনিই তাকে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনায় পরে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তাদের নাম মোহিত (২০), আকাশ (১৯) ও শাহরুখ (২০)। বাকিদের তল্লাশিতে তল্লাশি চলছে। খোঁজা হচ্ছে অপরাধের সময়ে কাজে লাগানো অটোটিকেও।