একের পর এক কারণে পিছিয়ে গিয়েছে নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসি। দোষীদের আইনজীবী, পাতিয়ালা হাউস কোর্টে ফাঁসি স্থগিত রাখার আরজি জানিয়েছিলেন। যুক্তি দেখান, বিনয় শর্মার প্রাণভিক্ষার আরজি নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তিহাড় জেল ম্যানুয়াল অনুযায়ী, একই অপরাধে একাধিক ব্যক্তির ফাঁসি হলে তাদের একসঙ্গেই ফাঁসি দিতে হয় ৷ আর এর জেরে পিছিয়ে যায় নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজা ৷ পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল দোষীদের ৷ তবে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় ৷
advertisement
এরপর কেন্দ্র সরকারের তরফে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করা বলা হয় দোষীদের আলাদা আলাদা দিনে ফাঁসি দেওয়া যেতে পারে ৷ যে দোষীদের প্রাণভিক্ষার আরজি রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন তাদের ফাঁসি দেওয়া হতে পারে ৷ মনে করা হচ্ছে দোষীদের তরফে একাধিক আইনি নিয়মের সুযোগ নিয়ে ফাঁসি পিছনোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ লিগল রেমিডিজ এর নামে দেরি করে চলছে ৷ এটা কেবল দেরি করার চেষ্টা আর কিছু নয় ৷ তবে এদিন কেন্দ্রের নির্দেশ খারিজ করে আদালত জানিয়ে দিয়েছে যে চারজনের ফাঁসি এক সঙ্গেই হবে ৷