জেএনইউ-তে হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে ৪ মাস ধরে আন্দোলন চলছে৷ গত ৫ জানুয়ারি জেএনইউ-এর সবরমতী হস্টেলে মুখ বাঁধা কাপড়ে ঢাকা অবস্থায় কয়েকজন হামলা চালায়৷ যা নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ৷ দেশের সমস্ত নাগরিক নিন্দায় সরব হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্র-শিক্ষক পেটানোর ঘটনায়। বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল জেএনইউ-এর ছাত্র-ছাত্রীরা, এ দিন দিল্লি হাইকোর্ট সেই আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্টও চেয়েছে হাইকোর্ট৷
advertisement
বিচারপতি রাজীব সকধেরের বেঞ্চ এ দিন কন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন উন্নয়ন মন্ত্রক ও ইউজিসি-কে নোটিসও জারি করেছে দিল্লি হাইকোর্ট৷ উচ্চ আদালতের নিরেদেশর পরেই খুশির হাওয়া জেএনইউ পড়ুয়াদের মধ্যে৷ ফি বৃদ্ধির বিরুদ্ধে হাইকোর্ট আবেদন করেছিলেন জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ৷ আদালত জানিয়েছে, সংরক্ষিত শ্রেণির পড়ুয়াদের জন্য পুরানো হোস্টেল ফি বহাল থাকছে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (জেএনইউএসইউ) সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নতুন হোস্টেল ফি-কে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন জানায় সেই আবেদনের রায় দেয় এদিন আদালত।