TRENDING:

Delhi Pollution: দূষণ থেকে বাঁচতে দিল্লিতে আবার বন্ধ হচ্ছে স্কুল, ফিরছে 'ওয়ার্ক ফ্রম হোম'

Last Updated:

মাত্রাতিরিক্ত দূষণের জেরে আবারও বন্ধ হচ্ছে দিল্লির সমস্ত স্কুল। আপাতত আগামী এক সপ্তাহের জন্য। একইসঙ্গে সমস্ত সরকারি দপ্তর চালু হচ্ছে ‘‌ওয়ার্ক ফ্রম হোম’‌। বেসরকারি দপ্তরেও একই নিয়ম মানার পরামর্শ দিয়েছে দিল্লি সরকার। উদ্দেশ্য, বাষু দূষণে রাশ টানা এবং দূষণ থেকে শিশুদের রক্ষা করা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌নয়াদিল্লি :‌  শনিবার শীর্ষ আদালতের কড়া নির্দেশের পর শেষ পর্যন্ত টনক নড়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকারের। তবে, শীর্ষ আদালত কয়েকদিনের জন্য লকডাউন ঘোষণার পরামর্শ দিলেও এখনই সে রাস্তায় হাঁটছে না দিল্লি সরকার। আপাতত সাত দিনের জন্য স্কুল বন্ধ রাখা এবং সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা হচ্ছে (Delhi Pollution)৷
কিন্তু বায়ুদূষণ যে মানসিক হতাশার সঙ্গে যুক্ত তা উঠে এসেছে একটি সাম্প্রতিক গবেষণায়। গবেষণায় কিশোর- কিশোরীদের মধ্যে হতাশার ক্রমবর্ধমান লক্ষণগুলির সাথে ওজোন গ্যাসের সম্পর্ক পাওয়া গেছে। ওজোন হল এমন একটি গ্যাস যা মোটর গাড়ির দূষণ, বিদ্যুৎকেন্দ্র এবং সূর্যালোকের উৎস থেকে উৎপন্ন হয়। উচ্চ ওজোন স্তর হাঁপানি, শ্বাসযন্ত্রের ভাইরাস এবং অকাল মৃত্যুর কারণ, সমীক্ষা বলছে এমনটাই।
কিন্তু বায়ুদূষণ যে মানসিক হতাশার সঙ্গে যুক্ত তা উঠে এসেছে একটি সাম্প্রতিক গবেষণায়। গবেষণায় কিশোর- কিশোরীদের মধ্যে হতাশার ক্রমবর্ধমান লক্ষণগুলির সাথে ওজোন গ্যাসের সম্পর্ক পাওয়া গেছে। ওজোন হল এমন একটি গ্যাস যা মোটর গাড়ির দূষণ, বিদ্যুৎকেন্দ্র এবং সূর্যালোকের উৎস থেকে উৎপন্ন হয়। উচ্চ ওজোন স্তর হাঁপানি, শ্বাসযন্ত্রের ভাইরাস এবং অকাল মৃত্যুর কারণ, সমীক্ষা বলছে এমনটাই।
advertisement

সকালে আদালতের নির্দেশের (Supreme Court on Delhi Pollution) পর এ দিন বিকেলেই জরুরি ভিত্তিতে উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া-‌সহ সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার পরেই স্কুল বন্ধ রাখা এবং সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম বন্দোবস্তের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন: 'গ্যাস চেম্বার‌'-এ পরিণত‌‌ দিল্লি! দূষণ নিয়ন্ত্রণে ফের লকডাউনের পরামর্শ শীর্ষ আদালতের

advertisement

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিশেষ বেঞ্চ কড়া ভাষায় দিল্লি সরকারের সমালোচনা করে জানায়, দিল্লির দূষণের কারণ শুধু ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোই নয়। তার সঙ্গে রয়েছে গাড়ির কালো ধোঁয়া, বাজি পোড়ানো এবং ধুলো। দূষণের জন্য শুধুমাত্র পার্শ্ববর্তী রাজ্যে ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করা যাবে না। শীর্ষ আদালত জানতে চায়, বাজি পোড়ানোর উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা কতখানি মানা হয়েছে?‌

advertisement

এমনিতে রাজধানী শহরে  দিন দিন বাড়ছে বায়ু দূষণ। শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিচ্ছে। সুপ্রিম কোর্টের কড়া ধমকের পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, ‘উদ্ভুত পরিস্থিতির কথা মাথায় রেখে এই পথে হাঁটতে বাধ্য হচ্ছে সরকার। সোমবার থেকে এক সপ্তাহের জন্য রাজধানীর সমস্ত স্কুল বন্ধ থাকবে। সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে হবে। আগামী তিনদিন ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর সমস্ত নির্মাণকাজ বন্ধ থাকবে।’‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

একই সঙ্গে  জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আম জনতাকে। বলা হয়েছে, স্কুল বন্ধ থাকলেও চালু থাকবে ভার্চুয়াল ক্লাস।

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Pollution: দূষণ থেকে বাঁচতে দিল্লিতে আবার বন্ধ হচ্ছে স্কুল, ফিরছে 'ওয়ার্ক ফ্রম হোম'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল