দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘আন্তর্জাতিক নারী দিবসের দিন আমরা রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলাম৷ নির্বাচনের আগে আমরা দিল্লির মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে দেওয়ার কথা বলেছিলাম৷ আজ মন্ত্রিসভা সেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে৷’
আরও পড়ুন: ভারতে ফিরলেই বিপদ, ভানুয়াতুর নাগরিক হলেন ললিত মোদি! ছোট্ট এই দেশে কী কী সুবিধে, জানলে অবাক হবেন
advertisement
‘মহিলা সমৃদ্ধি যোজনা’ নামে এই প্রকল্পের জন্য বাজেটে ৫১০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছে৷ খুব শিগগিরই এই প্রকল্পে নাম নথিভুক্তির জন্য একটি পোর্টালও খোলা হবে৷
ঘটনাচক্রে, এ দিন সকালেই মহিলাদের মাসিক অনুদান দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা পূরণ না হওয়া নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি৷ এর কিছুক্ষণের মধ্যেই বড় ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত৷