আম আদমি পার্টির অভিযোগ, যোগী আদিত্যনাথ নিয়ম করে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন৷ দিল্লিতে তাঁর প্রচার ব্যান করুক নির্বাচন কমিশন৷ আপ নেতা সঞ্জয় সিংয়ের কথায়, 'যোগী আদিত্যনাথের বিরুদ্ধে এফআইআর করা দরকার৷ কমিশনের সঙ্গে আপ দেখা করতে চেয়েছে৷ কিন্তু ৪৮ ঘণ্টা কেট গেলেও কমিশন আমাদের সময় দিচ্ছে না৷ এ বার আমরা নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্নায় বসব৷'
advertisement
যোগী বদরপুরে জনসভায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, 'শাহিনবাগের বিক্ষোভ আসলে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, রাম মন্দির নিয়ে আদালতের রায় ও তিন তালাক নিষিদ্ধের বিরুদ্ধে একটি অজুহাত৷ আমরা ওদের সমস্যা বুঝতে পারছি৷' প্রসঙ্গত, যোগী তিন তালাক নিষিদ্ধকে শাহিনবাগের বিক্ষোভের অন্যতম কারণ দাবি করলেও, শাহিনবাগে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা বেশির ভাগই মহিলা৷
আজ অর্থাত্ সোমবার দিল্লিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মোদি-শাহ ছাড়াও জনসভা করবেন যোগী আদিত্যনাথ ও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷
দ্বারকায় রোড-শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও৷