TRENDING:

Delhi Election Results 2020: দিল্লিতে ভোট শতাংশেও এগিয়ে আপ, ভোট বাড়ল বিজেপির-ও, এই মুহূর্তের ফল

Last Updated:

কিন্তু এত কম ভোট শেয়ারেও বেশ কয়েকটি আসনে কংগ্রেসের জন্য আপ-এর ভোট কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে৷ যার ফায়দা তুলছে বিজেপি৷ ২০১৫ সালের নির্বাচনের পর থেকে আপ-এর ভোট শেয়ার কিন্তু কমেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লিতে মোটামুটি নিশ্চিত, ক্ষমতায় ফিরছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ ভোট শেয়ারেও এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আপ৷ দিল্লিতে এখনও পর্যন্ত আপ ভোট পেয়েছে প্রায় ৫২ শতাংশ৷ বিজেপি গতবারের চেয়ে ভোট শেয়ার বাড়িয়ে এখনও পর্যন্ত ভোট পেয়েছে ৪১.২৪ শতাংশ৷ কংগ্রেসের অবস্থা তথৈবচ৷ কংগ্রেসের প্রাপ্ত ভোট মাত্র ৪ শতাংশ৷ অন্যান্যরা ৩ শতাংশ৷ এ ক্ষেত্রে তাত্‍পর্যপূর্ণ গতবারের চেয়ে দিল্লিতে ভোট বেড়েছে বিজেপির৷
advertisement

দিল্লিতে ভোট শতাংশে কোন দল কোথায়

কিন্তু এত কম ভোট শেয়ারেও বেশ কয়েকটি আসনে কংগ্রেসের জন্য আপ-এর ভোট কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে৷ যার ফায়দা তুলছে বিজেপি৷ ২০১৫ সালের নির্বাচনের পর থেকে আপ-এর ভোট শেয়ার কিন্তু কমেছে৷ ২০১৭ সালে দিল্লি পুরসভা নির্বাচনে আপ ২৮ শতাংশ ভোট খুইয়েছে৷ ২০১৫ সালে ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় আসার পরেও৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আপ-এর ভোট শেয়ার কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে৷ অন্যদিকে গতবারের বিধানসভা নির্বাচন ও পুরভোটে বিজেপি খারাপ ফল করলেও, লোকসভা ভোটে বিজেপি প্রচুর ভোট পেয়েছে দিল্লি৷

advertisement

advertisement

কংগ্রেসের ক্ষেত্রে গত তিন নির্বাচনের ফলের দিকে তাকালে, ২০১৫ সালে ৩১ শতাংশ, ২০১৭ পুরভোটে ৩৭ থেকে ২০১৯-এর লোকসভা ভোটে একেবারে ৫৭ শতাংশ৷ সেই ভোট কিন্তু আপ-এর থেকেই গিয়েছে কংগ্রেসের দিকে৷

এখনও পর্যন্ত ট্রেন্ড বলছে, মডেল টাউন, করওয়াল নগর, দ্বারকা, কৃষ্ণনগর, মোতি বিহার কেন্দ্রে এগিয়ে বিজেপি৷ সব মিলিয়ে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৫০টি আসনে এগিয়ে আপ৷ ২০টি আসনে এগিয়ে বিজেপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results 2020: দিল্লিতে ভোট শতাংশেও এগিয়ে আপ, ভোট বাড়ল বিজেপির-ও, এই মুহূর্তের ফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল