TRENDING:

Delhi Election Result : ‘শাহিনবাগ আন্দোলনকারীরা ঘরে ঘরে ঢুকে মেয়েদের ধর্ষণ করবে’, চর্চিত পরবেশ কুমার হারলেন দিল্লির ১০ কেন্দ্রেই

Last Updated:

এই সাংসদের দায়িত্বে থাকা পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১০ কেন্দ্রেই হার বিজেপির৷ ঝাড়ু ঝড়ে উড়ে গেল পদ্ম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তির্যক ও বিতর্কিত মন্তব্যের কারণে বরাবরই মিডিয়ার শিরোনামে বিজেপি সাংসদ পরবেশ কুমার ৷ ঝাড়ুর ঘায়ে কাত বিজেপি সাংসদ পরবেশও ৷ এই সাংসদের দায়িত্বে থাকা পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের অন্তর্গত  ১০ কেন্দ্রেই হার বিজেপির৷ ঝাড়ু ঝড়ে উড়ে গেল পদ্ম ৷
advertisement

দিল্লিবাসীর ভোট জিততে নিজেদের দলের প্রতিশ্রুতিবান কিছু নেতার উপর দায়িত্ব দিয়েছিল হাইকম্যান্ড ৷ তাদের মধ্যে ছিলেন পরবেশ কুমার ৷ তাঁর দায়িত্বে ছিল পশ্চিম দিল্লির ১০টি বিধানসভা কেন্দ্র  ৷ মান্ডিপুর, রাজৌরি গার্ডেন, হরি নগর, তিলক নগর, জনকপুরী, বিকাশপুরী, উত্তম নগর, দ্বারকা, মাতিয়ালা এবং নজফগড় ৷ ১০ টার ১০টাতেই পদ্মকে ঝেঁটিয়ে জয়ী পদ্ম ৷ যদিও এই কেন্দ্রগুলিতে গেরুয়া শিবিরের হয়ে লড়াই করছিলেন রাজনৈতিক ময়দানের পরিচিত ও যথেষ্ট শক্তিশালী প্রার্থী ৷ যেমন হরি নগর আসন থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তেজিন্দর বগ্গা, জনকপুরী কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন আশিষ সুদ, রাজীব বব্বর দাঁড়িয়েছিলেন তিলক নগর কেন্দ্র থেকে ৷ তবুও আপ-এর ঝড়ে বলা ভাল কেজরিওয়ালের যাদু মন্ত্রে, পদ্মের ঝুলিতে এল না কিছুই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সম্প্রতি শাহিনবাগের আন্দোলনকারীদের নিয়ে পরবেশ কুমার মন্তব্য করেন, ‘এবার ওরা ঘরে ঘরে ঢুকে রেপ করবে, তখন মোদি-শাহ বাঁচাতে আসবেন না ’৷ এই মন্তব্যের জন্য বিরোধী নেতা সহ রাজনৈতিক বিশেষজ্ঞ ও সাধারণ মানুষদের কাছে প্রবল সমালোচিত হন পরবেশ কুমার ৷ এতেই শেষ নয়, এর আগে খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলে সমালোচনা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে পড়েছিলেন পরবেশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Result : ‘শাহিনবাগ আন্দোলনকারীরা ঘরে ঘরে ঢুকে মেয়েদের ধর্ষণ করবে’, চর্চিত পরবেশ কুমার হারলেন দিল্লির ১০ কেন্দ্রেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল