আরও পড়ুন- সিবিআই জাঁতাকলে দিল্লির উপমুখ্যমন্ত্রী,মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ
“কেজরিওয়াল জি আমার গুরু। তিনি আমার পথপ্রদর্শক। আমি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসিনি... জনগণের ভাল করার জন্য রাজনীতিতে এসেছি। এটা বিজেপির প্রতি আমার স্পষ্ট প্রতিক্রিয়া,” বলেন মণীশ সিসোদিয়া। “এই সমস্ত বিষয় (আবগারি নীতি তদন্ত) কেজরিওয়াল জিকে কাজ করা থেকে বিরত রাখারই কৌশল। বিশেষ করে গুজরাতে তিনি নতুন আশা জাগিয়েছেন বলে। মেসেজ পেয়ে আমি অবাক। মেসেজে আমি দু’টি প্রস্তাব পেয়েছি - আপনি যদি AAP-কে ভেঙে দেন তবে সমস্ত CBI এবং ED তদন্ত বাদ দেওয়া হবে। আর আমাকেই মুখ্যমন্ত্রী করা হবে।”
advertisement
আর কয়েক মাস বাদেই গুজরাতের পরবর্তী সরকার নির্বাচনের লক্ষ্যে বিধানসভা ভোট। “যদি একটা সুযোগ দেওয়া হয়, আমরা জাতীয় রাজধানী দিল্লির মতোই এখানেও স্কুলগুলিতে বিপ্লব ঘটাতে পারব। এতে আমাদের ২৭ বছর সময় লাগবে না,” বলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
আরও পড়ুন- দেশের নেতৃত্বস্থানীয় বিজেপি নেতাকে খুনের পরিকল্পনা! রাশিয়ায় আটক আইএসআইএস জঙ্গি
ইতিমধ্যেই, আবগারি নীতি নিয়ে বিজেপির সঙ্গে রাজনৈতিক বিরোধ তীব্রতর হয়েছে আম আদমি পার্টির। বিজেপি যে মণীশ সিসোদিয়াকে আপ ভাঙার প্রস্তাব দিয়েছে এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া দল।