TRENDING:

Manish Sisodia: "ভারতরত্ন পাওয়া উচিত সিসোদিয়ার, পাচ্ছেন সিবিআই তদন্ত:" অরবিন্দ কেজরিওয়াল

Last Updated:

AAP CM Arvind Kejriwal: "মেসেজে আমি দু’টি প্রস্তাব পেয়েছি - আপনি যদি AAP-কে ভেঙে দেন তবে সমস্ত CBI এবং ED তদন্ত বাদ দেওয়া হবে। আর আমাকেই মুখ্যমন্ত্রী করা হবে।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিজেপি চেয়েছিল, দিল্লিতে বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী প্রার্থী হন মণীশ সিসোদিয়া। ‘আবগারি নীতি’র মামলায় সিবিআই তদন্তের পিছনে বিজেপির ভূমিকাকে বিশ্লেষণ করে মণীশ বলেন, “বিজেপি আমাকে ওদের মুখ্যমন্ত্রী প্রার্থী হতে বলেছিল কারণ দিল্লিতে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসেবে কোনও মুখ নেই ওদের। আমি সেই প্রস্তাব প্রত্যাখান করেছি।” এই দাবি অবশ্য নস্যাৎ করেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে সোমবার বিকেলে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সমর্থনে জানান, যে কোনওদিন গ্রেফতার হতে পারেন মণীশ। কেজরিওয়াল আরও জানান, মণীশ সিসোদিয়া দিল্লির শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যে সমস্ত কাজ করেছেন তাঁর জন্য তিনি ভারতরত্ন পাওয়ার যোগ্য। “এমন ব্যক্তির ভারতরত্ন পাওয়া উচিত। সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থা তার হাতে তুলে দেওয়া উচিত, কিন্তু তার পরিবর্তে তাঁর উপর সিবিআই অভিযান চালাচ্ছে,” বলেন কেজরিওয়াল।
Arvind Kejriwal Manish Sisodia
Arvind Kejriwal Manish Sisodia
advertisement

আরও পড়ুন- সিবিআই জাঁতাকলে দিল্লির উপমুখ্যমন্ত্রী,মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

“কেজরিওয়াল জি আমার গুরু। তিনি আমার পথপ্রদর্শক। আমি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসিনি... জনগণের ভাল করার জন্য রাজনীতিতে এসেছি। এটা বিজেপির প্রতি আমার স্পষ্ট প্রতিক্রিয়া,” বলেন মণীশ সিসোদিয়া। “এই সমস্ত বিষয় (আবগারি নীতি তদন্ত) কেজরিওয়াল জিকে কাজ করা থেকে বিরত রাখারই কৌশল। বিশেষ করে গুজরাতে তিনি নতুন আশা জাগিয়েছেন বলে। মেসেজ পেয়ে আমি অবাক। মেসেজে আমি দু’টি প্রস্তাব পেয়েছি - আপনি যদি AAP-কে ভেঙে দেন তবে সমস্ত CBI এবং ED তদন্ত বাদ দেওয়া হবে। আর আমাকেই মুখ্যমন্ত্রী করা হবে।”

advertisement

আর কয়েক মাস বাদেই গুজরাতের পরবর্তী সরকার নির্বাচনের লক্ষ্যে বিধানসভা ভোট। “যদি একটা সুযোগ দেওয়া হয়, আমরা জাতীয় রাজধানী দিল্লির মতোই এখানেও স্কুলগুলিতে বিপ্লব ঘটাতে পারব। এতে আমাদের ২৭ বছর সময় লাগবে না,” বলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

আরও পড়ুন- দেশের নেতৃত্বস্থানীয় বিজেপি নেতাকে খুনের পরিকল্পনা! রাশিয়ায় আটক আইএসআইএস জঙ্গি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতিমধ্যেই, আবগারি নীতি নিয়ে বিজেপির সঙ্গে রাজনৈতিক বিরোধ তীব্রতর হয়েছে আম আদমি পার্টির। বিজেপি যে মণীশ সিসোদিয়াকে আপ ভাঙার প্রস্তাব দিয়েছে এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া দল।

বাংলা খবর/ খবর/দেশ/
Manish Sisodia: "ভারতরত্ন পাওয়া উচিত সিসোদিয়ার, পাচ্ছেন সিবিআই তদন্ত:" অরবিন্দ কেজরিওয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল