দক্ষিণপুরীর একটি বাড়ি থেকে এক পুরুষ, এক মহিলা ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই কক্ষে কোনও জানলা বা বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না, যার কারণে দমবন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ গিরিডিতে জ্যান্ত শিয়াল গিলে ফেলল ‘দানব’ অজগর, এলাকায় তীব্র আতঙ্ক, দাবানলের মতো ছড়াচ্ছে ভিডিও, ছবি
advertisement
স্থানীয়রা জানান, পরিবারটি বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিল। কারও সঙ্গে কোনও বিবাদ বা সন্দেহজনক কার্যকলাপের বিষয় কখনও দেখেননি কেউ। ফলে তারা খুন হয়ে থাকতে পারেন, এমন না হওয়ার সম্ভাবনাই বেশি। ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পিলিশের ফরেনসিক দল।
দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বাইরের হস্তক্ষেপ বা হিংসার কোনও প্রমাণ না মিললেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রেক্ষাপট বুঝতে ওই পরিবারের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণপুরী ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। কীভাবে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা চলছে। কেউ এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন সন্দেহজনক কিছু হতে পারে বলেও মনে করছেন।