TRENDING:

Delhi C*rime News: দরজা খুলতেই এ কী দৃশ্য! ঘরে ছড়িয়ে ছিটিয়ে বাবা-মা, দুই সন্তানের দেহ! রাজধানীতে সাংঘাতিক ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

Delhi Horror: দিল্লির দক্ষিণপুরী এলাকার একটি বাড়ি থেকে চারটি মৃতদেহ উদ্ধার, ঘটনায় হতবাক পুলিশও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই চারজনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির দক্ষিণপুরী এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে, এরপরই স্থানীয়রা পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যে ঘরে দেহগুলি পাওয়া গিয়েছে, সেখানে কোনও হাওয়া চলাচলের ব্যবস্থা ছিল না, দরজা ভিতর থেকে বন্ধ থাকায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল সিল করে তদন্ত শুরু করেছে।
দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশ।
advertisement

দক্ষিণপুরীর একটি বাড়ি থেকে এক পুরুষ, এক মহিলা ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই কক্ষে কোনও জানলা বা বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না, যার কারণে দমবন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ গিরিডিতে জ্যান্ত শিয়াল গিলে ফেলল ‘দানব’ অজগর, এলাকায় তীব্র আতঙ্ক, দাবানলের মতো ছড়াচ্ছে ভিডিও, ছবি

advertisement

স্থানীয়রা জানান, পরিবারটি বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিল। কারও সঙ্গে কোনও বিবাদ বা সন্দেহজনক কার্যকলাপের বিষয় কখনও দেখেননি কেউ। ফলে তারা খুন হয়ে থাকতে পারেন, এমন না হওয়ার সম্ভাবনাই বেশি। ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পিলিশের ফরেনসিক দল।

আরও পড়ুনঃ কীভাবে সঙ্গীকে মিলনের বার্তা পাঠায় সাপ? ঘন ঘন সঙ্গী বদলে স*ঙ্গ*ম? একজনের মৃত্যু হলেই অন্যজনের মৃত্যু? নাগ-নাগিনের অজানা সত্যি

advertisement

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বাইরের হস্তক্ষেপ বা হিংসার কোনও প্রমাণ না মিললেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রেক্ষাপট বুঝতে ওই পরিবারের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণপুরী ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। কীভাবে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা চলছে। কেউ এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন সন্দেহজনক কিছু হতে পারে বলেও মনে করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi C*rime News: দরজা খুলতেই এ কী দৃশ্য! ঘরে ছড়িয়ে ছিটিয়ে বাবা-মা, দুই সন্তানের দেহ! রাজধানীতে সাংঘাতিক ঘটনা, আতঙ্কে স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল