গত দুদিনের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল রাজধানীতে। গত রবিবার সর্বনিম্ন ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গত শনিবার তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। তারপর হঠাৎই এক ধাক্কায় তাপমাত্রার পারদে ৯ ডিগ্রির পতন।
আরও পড়ুন: স্বামীর মতোই বিমান দুর্ঘটনায় মৃত্য়ু, মাত্র দশ সেকেন্ডের জন্য় স্বপ্নপূরণ হল না কো-পাইলট অঞ্জুর
২০২১ সালের পরে এই প্রথম তাপমাত্রা এতটা নীচে নামল দিল্লিতে। ২০২১ সালের ১ জানুয়ারি সফদরজঙে তাপমাত্রা ছুঁয়েছিল ১.১ ডিগ্রি সেলসিয়াসে। সেটাই ছিল সাম্প্রতিক কালে শীতের জমজমাট রেকর্ড। তারপরে, তেইশের ১৬ জানুয়ারি ফের তাপমাত্রা ১.৪ ডিগ্রিতে নামল। রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও।
advertisement
দিল্লির পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশেও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: স্বামীর মতোই বিমান দুর্ঘটনায় মৃত্য়ু, মাত্র দশ সেকেন্ডের জন্য় স্বপ্নপূরণ হল না কো-পাইলট অঞ্জুর
হরিয়ানার হিসারে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়োসে। পঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা নেমেছিল ১.৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মধ্য ভারতে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রিতে। প্রবল শীতের সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে থাকবে পথঘাটও।