কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পরিস্থিতি বুঝে ওঠার আগেই এবার কেজরিওয়ালের গলায় ধাক্কা দেন ওই ব্যক্তি ৷ তৎক্ষণাৎ কেজরিওয়ালকে ঘিরে থাকা নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে পড়েন ৷ তারা ওই ব্যক্তির গলার টেনে নীচে নামিয়ে আনেন ৷
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম সুরেশ ৷ সম্প্রতি গোটা ঘটনাটির ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাঢ় খয়েরি রংয়ের পোশাক পরে এক ব্যক্তি কেজরিওয়ালের গাড়ির উপরে উঠে পড়েন ৷ এরপর কেজরিওয়ালকে শুধু চড়-থাপ্পড়ই নয় ৷ ওই ব্যক্তি কেজরিওয়ালকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ ৷ তবে, কেন তিনি এমন একটি ঘটনা ঘটালেন ৷ সেটি এখনও স্পষ্ট নয় ৷
advertisement
দোড়গোড়ায় দিল্লি লোকসভা নির্বাচন ৷ আগামী ১২ মে ভাগ্যের পরীক্ষা অরবিন্দ কেজরিওয়ালের ৷ তার আগে জমকালো নির্বাচনী প্রচারে সবসময়ই সংবাদ শিরোনামে উঠে আসছিলেন কেজরিওয়াল ৷ শনিবার সকালে দিল্লির মোতি নগরে নির্বাচনী প্রচারে বেরোন অরবিন্দ ৷ সেখানেই পড়লেন চরম বিপদে !