TRENDING:

মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যসচিবকে ‘মার’, কাঠগড়ায় আম আদমির ২ বিধায়ক

Last Updated:

মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যসচিবকে ‘মার’, কাঠগড়ায় আম আদমির ২ বিধায়ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকে মুখ্যসচিবকে মারধর ও হেনস্থা দুই বিধায়কের। চাঞ্চল্যকর এই অভিযোগ আম আদমি পার্টির দুই বিধায়কের বিরুদ্ধে। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালের বাসভবনে আপ বিধায়কদের হাতে নিগৃহীত হয়েছেন মুখ্যসচিব অংশু প্রকাশ বলে অভিযোগ ৷
advertisement

লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজলকে মুখ্যসচিব অংশু প্রকাশ অভিযোগ জানিয়েছেন, সোমবার রাতে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে তাঁকে হেনস্থা করেন দুই আম আদমি পার্টির বিধায়ক। সেসময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া ৷ সেখানেই আলোচনার মধ্যে তর্কাতর্কি হয় ও কয়েকজন আপ বিধায়ক তাদের উপর চড়াও হন ৷ চশমা ভেঙে যায় মুখ্যসচিব অংশু প্রকাশের ৷ নিগ্রহকারীদের মধ্যে ছিলেন আমানউল্লা খানও। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়েন কেজরির দলের ওই বিধায়ক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনায় মুখ্যমন্ত্রী ও অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি তুলেছে আইএএস অফিসারদের সংগঠন। তড়িঘড়ি ডাকা হয়েছে বৈঠকও।

বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যসচিবকে ‘মার’, কাঠগড়ায় আম আদমির ২ বিধায়ক