নয়াদিল্লিতে গোলবাজার এলাকায় বেঙ্গলি মার্কেটের কাছে একটি গেস্ট হাউস ভাড়া করেন ধীরজ কনসল নামে ওই যুবক। তাঁর ঘরের দরজার বাইরে থেকে তীব্র গন্ধ বার হতে দেখে পুলিশকে খবর দেন গেস্ট হাউসের মালিক। ঘরের দরজা ভেঙে ফেলার পর কনসলকে বিছানায় নিথর অবস্থায় উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশে একটি সিলিন্ডার পড়ে ছিল। সিলিন্ডার থেকে বেরিয়ে আসা একটি পাইপ ঢোকানো ছিল ধীরজের মুখে। তাঁর পুরো মাথা ঢাকা ছিল স্বচ্ছ প্লাস্টিকে।
advertisement
তদন্তে জানা গিয়েছে, গত ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত গেস্ট হাউসের ঘরটি ভাড়া করেছিলেন ধীরজ। যাতে সোশ্যাল মিডিয়া কোনওভাবেই তাঁর পোস্ট ডিলিট করতে না পারে, তার জন্য কাগজ কলমেও সুইসাইড নোট লিখে যান ধীরজ। আত্মহননের জন্য কাউকে দায়ী করেননি ধীরজ। তিনি লিখেছেন, ‘‘এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। জীবনে যত জনের সঙ্গে আলাপ হয়েছে,সকলেই আমার প্রতি সত্যিই সহানুভূতিশীল ছিলেন। তাই আমি পুলিশ ও প্রশাসনকে অনুরোধ করব যাতে এর জন্য কাউকে বিরক্ত বা হেনস্থা করা না হয়।’’
ধীরজের আর্জি, তাঁর টাকা কোনও অনাথাশ্রম বা বৃদ্ধাবাসে দান করে দেওয়া হোক। সঙ্গে অনুরোধ, তাঁর অঙ্গ-প্রত্যঙ্গও দান করে দেওয়া হোক। ধীরজের সুইসাইড নোট তাঁর মনের অস্থিরতা প্রকাশ করে। “আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি কারও নাম বলব না কারণ আমি চাই না আপনারা কেউ সমস্যায় পড়ুন…”, তিনি বলেন।
গাজিয়াবাদের একটি ই-কমার্স ওয়েবসাইট থেকে হিলিয়াম সিলিন্ডারটি অর্ডার করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য লেডি হার্ডিঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ২০০২ সালে এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তাঁর বাবাকে হারান এবং তাঁর মা ফের বিয়ে করেন। তিনি ঠাকুমা-ঠাকুরদার কাছে বড় হয়েছেন। তাঁর মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপও তদন্ত করা হচ্ছে, পুলিশ জানিয়েছে।
Disclaimer:If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)