TRENDING:

শৌচালয়ে হুমকি চিঠি! জেট এয়ারওয়েজের বিমানের জরুরি অবতরণ

Last Updated:

শৌচালয়ে হুমকি চিঠি! জেট এয়ারওয়েজের বিমানের জরুরি অবতরণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: বিমানের শৌচালয়ে হুমকি চিঠি! আহমেদাবাদে জরুরি অবতরণ করল দিল্লিগামী জেট এয়ারওয়েজের বিমান। নিরাপত্তার কারণে খালি জায়গায় অবতরণ করা হয়। সুরক্ষিত ১১৫ জন যাত্রী এবং ৭ বিমান কর্মী।
advertisement

গভীর রাতে জেট এয়ারওয়েজের 9W335 মুম্বই থেকে দিল্লি রওনা দেয়। বিমান উড়ার পরই শৌচালয় থেকে হুমকি চিঠি পান এক বিমানসেবিকা। তাতে লেখা ছিল বিমানটি অপহরণ করা হয়েছে এবং বিমানে বিস্ফোরকও রয়েছে ৷ একইসঙ্গে সেই চিঠিতে দিল্লিতে অবতরণ না করানোর নির্দেশও দেওয়া ছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিরাপত্তার খাতিরে আহমেদাবাদ এটিসি-এর যোগাযোগ করা হয় ৷ তারা বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেয়। যদিও অবতরনের পর তল্লাশি করেও তেমন কিছুই মেলেনি। ঘটনার তদন্ত করে দেখছে DGCA ও জেট এয়ারওয়েজ। ​

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শৌচালয়ে হুমকি চিঠি! জেট এয়ারওয়েজের বিমানের জরুরি অবতরণ