আরও পড়ুন: শুধু শিশুরা নয়, এবার বৃদ্ধের শরীরেও থাবা বসাল এইচএমপিভি, কোন শহরের বাসিন্দা তিনি
ঘটনার তদন্ত নেমে জানা যায়, ওই কিশোর শহরের বিভিন্ন স্কুলে একের পর এক ই-মেল পাঠায়। মোট ছয়বার এই ধরনের ই-মেল পাঠায় সে। কিন্তু, কোনও ধরনের সন্দেহ এড়াতে নিজের স্কুলে বোমাতঙ্কের ই-মেল পাঠায়নি সে।
advertisement
পুলিশ সূত্রে খবর, জেরায় ওই কিশোর জানায়, স্কুলের পরীক্ষায় কিছুতেই বসতে চায়নি ওই পড়ুয়া। আর সেই জন্যই এই ধরনের ভুয়ো বোমাতঙ্কের ছক কষে সে। যাতে গোটা পরীক্ষার প্রক্রিয়াটাই স্থগিত হয়ে যায়।
আরও পড়ুন: একেই বলে ভারতের ক্ষমতা! পাকিস্তান-বাংলাদেশকেও ডাকল কেন্দ্রীয় সরকার!
গত মাসের এই ঘটনায়, মোট ৪০টি স্কুলের মধ্যে দিল্লির পশ্চিম বিহারের ডিপিএস আরকে পুরম এবং জিডি গোয়েঙ্কা-সহ একাধিক নামী স্কুলে বোমাতঙ্কের ই-মেল এসে পৌঁছায়। সেই মেলে লেখা ছিল “স্কুলের মধ্যে বেশ কিছু মাঝারি মাপের বোমা রাখা আছে। তা বন্ধ করতে ৩০ হাজার ডলার লাগবে।”
এই বোমাতঙ্কের জেরে বিজেপি-আপ দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপরেই তদন্তে নামে পুলিশ। আটক হয় মূল অভিযুক্ত ওই কিশোর।