TRENDING:

Delhi Bomb Threat: দিল্লির স্কুলে পর পর বোমাতঙ্কের পিছনে দ্বাদশ শ্রেণির ছাত্র! কারণ শুনে হতবাক পুলিশ

Last Updated:

এক সপ্তাহ আগেই দেশের রাজধানী দিল্লিজুড়ে একাধিক বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। পরীক্ষা এড়াতে বোমাতঙ্কের ভুয়ো খবর রটিয়ে ছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। শুক্রবার, তাঁকে আটক করল দিল্লি পুলিশের তদন্তকারী দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এক সপ্তাহ আগেই দেশের রাজধানী দিল্লিজুড়ে একাধিক বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। পরীক্ষা এড়াতে বোমাতঙ্কের ভুয়ো খবর রটিয়ে ছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। শুক্রবার, তাঁকে আটক করল দিল্লি পুলিশের তদন্তকারী দল।
পুলিশ সূত্রে খবর, বড়বাজারে একটি কাজের জন্য এসেছিলেন মৃত নাজু বিবি। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, এমন সময় হঠাৎ মালিপাঁচঘরা-শিয়ালদহ রুটের বাস এসে ধাক্কা মারে। প্রতীকী ছবি
পুলিশ সূত্রে খবর, বড়বাজারে একটি কাজের জন্য এসেছিলেন মৃত নাজু বিবি। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, এমন সময় হঠাৎ মালিপাঁচঘরা-শিয়ালদহ রুটের বাস এসে ধাক্কা মারে। প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: শুধু শিশুরা নয়, এবার বৃদ্ধের শরীরেও থাবা বসাল এইচএমপিভি, কোন শহরের বাসিন্দা তিনি

ঘটনার তদন্ত নেমে জানা যায়, ওই কিশোর শহরের বিভিন্ন স্কুলে একের পর এক ই-মেল পাঠায়। মোট ছয়বার এই ধরনের ই-মেল পাঠায় সে। কিন্তু, কোনও ধরনের সন্দেহ এড়াতে নিজের স্কুলে বোমাতঙ্কের ই-মেল পাঠায়নি সে।

advertisement

পুলিশ সূত্রে খবর, জেরায় ওই কিশোর জানায়, স্কুলের পরীক্ষায় কিছুতেই বসতে চায়নি ওই পড়ুয়া। আর সেই জন্যই এই ধরনের ভুয়ো বোমাতঙ্কের ছক কষে সে। যাতে গোটা পরীক্ষার প্রক্রিয়াটাই স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন: একেই বলে ভারতের ক্ষমতা! পাকিস্তান-বাংলাদেশকেও ডাকল কেন্দ্রীয় সরকার!

গত মাসের এই ঘটনায়, মোট ৪০টি স্কুলের মধ্যে দিল্লির পশ্চিম বিহারের ডিপিএস আরকে পুরম এবং জিডি গোয়েঙ্কা-সহ একাধিক নামী স্কুলে বোমাতঙ্কের ই-মেল এসে পৌঁছায়। সেই মেলে লেখা ছিল “স্কুলের মধ্যে বেশ কিছু মাঝারি মাপের বোমা রাখা আছে। তা বন্ধ করতে ৩০ হাজার ডলার লাগবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

এই বোমাতঙ্কের জেরে বিজেপি-আপ দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপরেই তদন্তে নামে পুলিশ। আটক হয় মূল অভিযুক্ত ওই কিশোর।

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Bomb Threat: দিল্লির স্কুলে পর পর বোমাতঙ্কের পিছনে দ্বাদশ শ্রেণির ছাত্র! কারণ শুনে হতবাক পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল