TATP অর্থাৎ, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড, একটি শক্তিশালী প্রাথমিক বিস্ফোরক৷ ইম্প্রোভাইজড বিস্ফোরক ব্যবহার করতে যা প্রায়ই ব্যবহার করতে দেখা যায় সন্ত্রাসবাদীদের৷ সামান্য তাপের পরিবর্তন, ঘষা লাগা এমনকী, দুলুনিতেও ফেটে বিস্ফোরণ ঘটাতে পারে৷
advertisement
অন্যান্য, বাণিজ্যিক বিস্ফোরকের মধ্যে যেমন নাইট্রোজেন পাওয়ার যায়, এই ধরনের আইডি-তে তা থাকে না৷ ফলে ট্র্যাডিশনাল পদ্ধতিতে তল্লাশি চালালো এই বিস্ফোরক খুঁজে পাওয়াও মুশকিল৷
কেন্দ্রীয় এজেন্সি জানাচ্ছে, হতে পারে সিগন্যালে অনিচ্ছাকৃত ভাবেই বিস্ফোরণ ঘটেছিল৷ আবার, এই ধরনের বোমা মাত্র ৫-১০ মিনিটের মধ্যে প্রস্তুত করতে পারায়, বিস্ফোরণের আগে উমর নবি তা তৈরি করে থাকত বলেও মনে করা হচ্ছে৷
এমনকি, তদন্তকারীরা মনে করছেন, শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে দুর্ঘটনা বশত যে বিস্ফোরণ ঘটেছে, তার পিছনেও এই TATP-র উপস্থিতি দায়ী হতে পারে৷
২০০৫ সালে লন্ডনে আত্মঘাতী বিস্ফোরণ, ২০১৫ সালে প্যারিস হামলা এবং ২০১৬ সালে ব্রাসেলসের আত্মঘাতী বিস্ফোরণে এই TATP ব্যবহার করা হয়েছিল৷
