TRENDING:

দিল্লি বি*স্ফো*রণে গ্রেফতার হল জঙ্গি উমরের সহযোগী! বড় তথ্য পেল NIA

Last Updated:

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরও বড় তথ্য পেল কেন্দ্রীয় সংস্থা এনআইএ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মূল জড়িত ডাক্তার উমর নবির অন্যতম সহযোগীকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরও বড় তথ্য পেল কেন্দ্রীয় সংস্থা এনআইএ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মূল জড়িত ডাক্তার উমর নবির অন্যতম সহযোগীকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই বিস্ফোরণের ফলে এখনও পর্যন্ত মোট ১৩ জনের প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু।
আটক হল আরও এক সহযোগী
আটক হল আরও এক সহযোগী
advertisement

গত ১০ নভেম্বর এই বিস্ফোরণের জেরে দিল্লির লালকেল্লার ১ নং গেটের সামনে আই২০ গাড়ি বোমা বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। আর এই বিস্ফোরণের তীব্রতায় বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

জানা গিয়েছে, ধৃতের নাম আমির রশিদ আলি আদতে জম্মু-কাশ্মীরের পাম্পরা জেলার সাম্বুরার বাসিন্দা। দিল্লিতে এই বিস্ফোরণের পরেই বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালাতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং দিল্লি পুলিশের যৌথ বাহিনী।

advertisement

এনআইএ সূত্রে খবর, আমির এই ঘাতক গাড়িটি কিনে তা বিস্ফোরক বোঝাই করে তা উমর নবির কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এনআইএ-এর ফরেনসিক সদস্যরা ইতিমধ্যেই বিস্ফোরণের সময় গাড়ি চালক উমর নবির গাড়িতে উপস্থিতি নিশ্চিত করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

একইসঙ্গে এনআইএ দিল্লি পুলিশ এবং জম্মু-কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশ-সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই এই ঘটনার পিছনে আরও বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়ে তুলে আনার চেষ্টা করছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি বি*স্ফো*রণে গ্রেফতার হল জঙ্গি উমরের সহযোগী! বড় তথ্য পেল NIA
Open in App
হোম
খবর
ফটো
লোকাল