পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ১৮ মার্চ সলমন নামে এক ব্যক্তি প্রথম এই গাড়িটি কিনেছিলেন৷ এর পর দেবেন্দ্র, সোনু এবং সবশেষে তারিক নামে একজনকে এই গাড়িটি বিক্রি করা হয়৷ যদিও মালিকানা বদলের এই তথ্য সরকারি নথিতে আপডেট করা হয়নি৷
তদন্তকারীরা জানতে পেরেছেন, এই গাড়িটি কেনাবেচার সময় একবার ফরিদাবাদের একজন গাড়ির ডিলার লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন৷ এইচআর২৬সিই৭৬৭৪ নম্বরের গাড়িটিকে গত ২০ সেপ্টেম্বর হরিয়ানার ফরিদাবাদে দেখা গিয়েছে৷ সেই সিসিটিভি ফুটেজও হাতে পেয়েছে পুলিশ৷ ভুল পার্কিংয়ের একটি কেসও রয়েছে এই গাড়িটির বিরুদ্ধে৷
advertisement
দুপুর একটা নাগাদ সোমবার দিল্লিতে প্রথম বার সিসিটিভি ক্যামেরায় গাড়িটি ধরা পড়ে৷ এর পর কাশ্মীরি গেট, দরিয়াগঞ্জ, সুনহেরি মসজিদ এবং লাল কেল্লার মতো উত্তর দিল্লির একাধিক জায়গায় গাড়িটি ঘোরে৷ সেই ছবিও সিসিটিভি ফুটেজ সূত্রে পেয়েছে পুলিশ৷
পুলিশের হাতে আসা আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দশ দিন আগে দিল্লিতেই একটি পেট্রোল পাম্পের কাছে দূষণ পরীক্ষা করা হয় গাড়িটির৷ সেই সময় গাড়িটির ভিতরে চালক সহ তিন জন ছিলেন৷
