TRENDING:

Delhi Blast Update: চার বার মালিকানা বদল, দুপুর থেকে উত্তর দিল্লির একাধিক জায়গায় ঘুরেছিল সেই i20 গাড়ি!

Last Updated:

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ১৮ মার্চ সলমন নামে এক ব্যক্তি প্রথম এই গাড়িটি কিনেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানোর আগে উত্তর দিল্লির একাধিক জনবহুল এলাকায় ঘুরেছিল রহস্যময় আই টোয়েন্টি গাড়ি৷ পুলিশ আরও জানিয়েছে, ২০১৪ সাল থেকে চার বার মালিকানা বদল হয়েছে এই আই টোয়েন্ট গাড়িটি৷ যদিও সরকারি রেকর্ডে এই তথ্য ঠিকভাবে আপডেট করা হয়নি৷
দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত আই টোয়েন্টি গাড়ির সিসিটিভি ফুটেজ৷
দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত আই টোয়েন্টি গাড়ির সিসিটিভি ফুটেজ৷
advertisement

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ১৮ মার্চ সলমন নামে এক ব্যক্তি প্রথম এই গাড়িটি কিনেছিলেন৷ এর পর দেবেন্দ্র, সোনু এবং সবশেষে তারিক নামে একজনকে এই গাড়িটি বিক্রি করা হয়৷ যদিও মালিকানা বদলের এই তথ্য সরকারি নথিতে আপডেট করা হয়নি৷

তদন্তকারীরা জানতে পেরেছেন, এই গাড়িটি কেনাবেচার সময় একবার ফরিদাবাদের একজন গাড়ির ডিলার লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন৷ এইচআর২৬সিই৭৬৭৪ নম্বরের গাড়িটিকে গত ২০ সেপ্টেম্বর হরিয়ানার ফরিদাবাদে দেখা গিয়েছে৷ সেই সিসিটিভি ফুটেজও হাতে পেয়েছে পুলিশ৷ ভুল পার্কিংয়ের একটি কেসও রয়েছে এই গাড়িটির বিরুদ্ধে৷

advertisement

দুপুর একটা নাগাদ সোমবার দিল্লিতে প্রথম বার সিসিটিভি ক্যামেরায় গাড়িটি ধরা পড়ে৷ এর পর কাশ্মীরি গেট, দরিয়াগঞ্জ, সুনহেরি মসজিদ এবং লাল কেল্লার মতো উত্তর দিল্লির একাধিক জায়গায় গাড়িটি ঘোরে৷ সেই ছবিও সিসিটিভি ফুটেজ সূত্রে পেয়েছে পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
এবার এক ফোনেই বিনামূল্যে মিলবে অক্সিজেন! চালু হেল্পলাইন নম্বর
আরও দেখুন

পুলিশের হাতে আসা আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দশ দিন আগে দিল্লিতেই একটি পেট্রোল পাম্পের কাছে দূষণ পরীক্ষা করা হয় গাড়িটির৷ সেই সময় গাড়িটির ভিতরে চালক সহ তিন জন ছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: চার বার মালিকানা বদল, দুপুর থেকে উত্তর দিল্লির একাধিক জায়গায় ঘুরেছিল সেই i20 গাড়ি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল