TRENDING:

Delhi Blast Update: রহস্যময় ‘উকাসা’ ছিল উমরদের বিদেশ যোগের সূত্র, পুলওয়ামার ধাঁচে ছকেছিল হামলার ছক! কোন পথে তদন্ত?

Last Updated:

CNN-News18 এর সঙ্গে কথা বলার সময় তদন্তকারী আধিকারিকের সূত্র বলেন, ‘‘কোর গ্রুপে ৫ জন ছিল৷ উমর (আত্মঘাতী জঙ্গি), ধর্মগুরু মৌলভি ইরফান, ডা. আদিল রাদার , মুজাম্মিল শাকিল এবং একজন মহিলা৷ ওই মহিলা মুজাম্মিলকে টাকা দিয়ে সাহায্য করত৷ কারণ সে ওর প্রেমিকা ছিল৷ কিন্তু, ওই মহিলা ঠিক কতটা জড়িত ছিল এই সবের সঙ্গে সে বিষয়ে আমাদের এখনও স্পষ্ট ধারণা নেই৷ এছাড়াও, এই বৃত্তে ২ জন ছিল৷ এরা হল আদিলের ভাই মুজফফর যে আফগানিস্তানে পালিয়েছে আর আমির, যে গাড়িটা কিনেছিল৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য৷ সূত্রের খবর, লালকেল্লা বিস্ফোরণের পিছনে থাকা ‘হোয়াইল কলার’ জঙ্গিরা কাশ্মীরে পুলওয়ামা-স্টাইল হামলা করার পরিকল্পনা করেছিল৷ কিন্তু, সেখানে তাদের এক সঙ্গী ধরা পড়ে যাওয়ায় বানচাল হয় সেই প্ল্যান৷ তখন কিছুদিন দিল্লিতেই থাকার পরিকল্পনা করে ওরা৷
News18
News18
advertisement

CNN-News18 এর সঙ্গে কথা বলার সময় তদন্তকারী আধিকারিকের সূত্র বলেন, ‘‘কোর গ্রুপে ৫ জন ছিল৷ উমর (আত্মঘাতী জঙ্গি), ধর্মগুরু মৌলভি ইরফান, ডা. আদিল রাদার , মুজাম্মিল শাকিল এবং একজন মহিলা৷ ওই মহিলা মুজাম্মিলকে টাকা দিয়ে সাহায্য করত৷ কারণ সে ওর প্রেমিকা ছিল৷ কিন্তু, ওই মহিলা ঠিক কতটা জড়িত ছিল এই সবের সঙ্গে সে বিষয়ে আমাদের এখনও স্পষ্ট ধারণা নেই৷ এছাড়াও, এই বৃত্তে ২ জন ছিল৷ এরা হল আদিলের ভাই মুজফফর যে আফগানিস্তানে পালিয়েছে আর আমির, যে গাড়িটা কিনেছিল৷’’

advertisement

আরও পড়ুন: ৮ ‘ফিদায়েঁ’, ৪ টে শহর! বেছে নেওয়া হয়েছিল, দিল্লিতেই থামে ফরিদাবাদের ‘হোয়াইট কলার’ টেরর মডিউলর বিরাট পরিকল্পনা

এই হামলায় বিদেশের যোগসূত্র সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘তিনজন হ্যান্ডলার ছিল৷ তার মধ্যে একজন উকাসা এবং অন্যজন হাসিম৷ এই উকাসা এবং নাম না জানতে পারা হ্যান্ডলাররা কাশ্মীরি৷ কিন্তু বর্তমানে আফগানিস্তানে রয়েছে বলে জানা গিয়েছে৷ এই হাসিমও পাকিস্তান-আফগানিস্তানে বেশ কিছুদিন থেকেছে বলে জানা গিয়েছে৷

advertisement

সূত্রের দাবি, ‘‘২০২২ সালে যখন মুজাম্মিল, মুজফফর এবং উমর তুরস্ক গিয়েছিল তখন এই উকাসাই তাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছিল৷ এরা তিনজনই আফগানিস্তানে থাকার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি৷ এছাড়াও, সিরিয়ার এক রিফিউজি-ও ওদের সঙ্গে যোগাযোগ রাখত উকাসার সঙ্গে, যারা এই তিনজনের দেখাশোনা করত৷ ওরা সেই সময় ১৫-২০দিন থেকেছিল, তারপর ফিরে আসে৷’’

advertisement

আরও পড়ুন: রাত থেকেই উত্তপ্ত বাংলাদেশ! আজ বড় দিন, তার আগেই ইউনুস থেকে সেনা অভ্যুত্থান খোলাখুলি সব বললেন শেখ হাসিনা

এছাড়াও, গোয়েন্দা সূত্র জানিয়েছে, গত দু’মাসে অভিযুক্ত ধর্মগুরুর কাছে আফগানিস্তান থেকে প্রচুর ফোন এসেছে৷ অভিযুক্ত মুজফফরের ফোনেও পাকিস্তান-আফগানিস্তান থেকে ফোন আসত বলে জানা গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ
আরও দেখুন

সূত্র বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, এটা ওরা কাশ্মীরে করতে চেয়েছিল, বিস্ফোরক বোঝাই গাড়ি এবং জ্বালানি তেল দিয়ে৷ ঠিক যে ভাবে পুলওয়ামায় হামলা হয়েছিল৷ কিন্তু, মুজাম্মিল ধরা পড়ে যাওয়ায় প্ল্যানটা ভেস্তে যায়৷ তখন উমর তাড়হুড়ো করে রেড ফোর্টের ঘটনা ঘটায়৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: রহস্যময় ‘উকাসা’ ছিল উমরদের বিদেশ যোগের সূত্র, পুলওয়ামার ধাঁচে ছকেছিল হামলার ছক! কোন পথে তদন্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল