advertisement
দিল্লিতে ভোটের দিন সকাল থেকেই ভোটারদের বিশাল লাইন দেখা গিয়েছে শাহিনবাগে৷ বিশেষ করে মহিলারা ঘণ্টার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ঢালাও ভোট দিয়েছেন শাহিনবাগে৷ এই শাহিনবাগ আন্দোলনকেই ভোটের আগে হাতিয়ার করেছিল বিজেপি৷ অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ, অনুরাগ ঠাকুর থেকে প্রবেশ ভার্মা, বিজেপির প্রায় সব নেতাই শাহিনবাগ ও জামিয়ার আন্দোলনকে দেশদ্রোহী আন্দোলনের তকমা দিতে চেষ্টার কসুর করেননি৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না৷ ওখলাতে হেরেই গেল বিজেপি৷ একই সঙ্গে দিল্লিতে ফের বড়সড় জয় নিয়ে সরকার গড়তে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷
কংগ্রেসের ভরাডুবি হলেও দিল্লিবাসীর রায়কে স্বাগত জানালেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ বললেন, 'বিজেপি ভুল বোঝাতে চেয়েছিল৷ মানুষ ভুল পথে যায়নি৷' অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন সপা নেতা অখিলেশ যাদব ও বিজেপি নেতা ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর৷