AIIMS-এ আগুনের খবর পেতেই সেখানে হাজির হন দমকল বাহিনী। দমকলের পরপর ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আচমকা এত বড় হাসপাতাল ভবনে আগুন লাগার কারণ অনুসন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত জানা খবর অনুযায়ী, হাসপাতালের জরুরি ওয়ার্ডের উপরে অবস্থিত এন্ডোস্কোপি রুমে আগুন লেগে যায় সোমবারের কাজের দিনের সকালে। সকাল ১১:৫৪ তে এইমসের জরুরি ওয়ার্ড থেকে আগুনের খবর আসে। তৎক্ষণাৎ আশেপাশের সমস্ত লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
advertisement
ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগীদের মধ্যে। ইতিমধ্যেই একাধিক রোগীকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। হুড়োহুড়ি পড়ে গিয়েছে রোগীদের আত্মীয়দের মধ্যেও। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে প্রথম সারিতে থাকা এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কী ভাবে ভয়াবহ আগুন লাগল, তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।