রাহুল গান্ধির দাবি, এ দিনও মিথ্যে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ৷ কারণ, পাইপলাইনে যে বরাতের কথা বলা হচ্ছে, তার অনেকগুলিই টেকনিক্যাল কমিটির বিচার্য ৷ সেগুলিকে কীভাবে বরাত বলছে মোদি সরকার ?
রাহুল গান্ধির অভিযোগ, মোদি সরকার আসলে চাইছে হ্যালকে দুর্বল করে দিতে ৷ যাতে এই সংস্থার কর্মীরা রাফালের বরাত পাওয়া, মোদি ঘনিষ্ঠ শিল্পপতির সংস্থায় কাজ করতে যেতে বাধ্য হন ৷
advertisement
সম্প্রতি জানা গিয়েছে, হ্যালের মতো গুরুত্বপূর্ণ সংস্থা আর্থিক সঙ্কটে ধুঁকছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কর্মীদের বেতন দিতেও বাইরে থেকে টাকা ধার করতে হচ্ছে ৷ যা হ্যালের ইতিহাসে নজিরবিহীন ৷
এই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। আর একেই অস্ত্র করেছেন রাহুল গান্ধি ৷ নির্মলা সীতারমন এ দিন তথ্য পেশ করে জবাব দিয়েছেন ৷ নির্মলা সীতারমন দাবি করেন, ‘তিনি যা বলেছিলেন ঠিকই বলেছিলেন। ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে হ্যালকে ২৬ হাজার ৫৭০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে । আরও ৭৩ হাজার কোটি টাকার বরাত পাইপলাইনে আছে । তথ্য দিয়ে প্রমাণ করলাম । এবার তা হলে কার পদত্যাগ করা উচিত ৷’
কিন্তু, কংগ্রেসের দাবি, এই তথ্য আসলে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। যে প্রকল্প এখনও চূড়ান্তই হয়নি, তাকেও পাইপলানে দেখিয়ে হ্যালকে দেওয়া বরাতের পরিমাণ এক লক্ষ কোটি টাকা দেখাচ্ছে মোদি সরকার ৷