TRENDING:

৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!

Last Updated:

৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকে ক্যাশলেস অর্থনীতিতেই জোর দিচ্ছে কেন্দ্র ৷ কড়কড়ে একশো-পাঁচশো- দু’হাজারের নোটের তাড়ার বদলে এখন ভরসা প্লাস্টিক মানি অর্থাৎ ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ড ৷ ই-ওয়ালেটের সামনে এখন চামড়ার স্টাইলিশ পার্স, মানিব্যাগ গুরুত্ব হারাচ্ছে ৷ কিন্তু খুব তাড়াতাড়িই এই বাতিলের খাতায় নাম লেখাতে চলেছে ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ডও ৷ এমনটাই দাবি করছেন, আয়োগ কমিটির CEO অমিতাভ কান্ত ৷
advertisement

ক্যাশলেস অর্থনীতিতে ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ডই মূল লেনদেনের মাধ্যম ৷ কিন্তু এবার এটাও বাতিল হল লেনদেন হবে কীভাবে? নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্ত জানাচ্ছেন, আর মাত্র কয়েক বছর তার মধ্যেই অবলুপ্তির পথে হাঁটবে এই প্লাষ্টিক মানি ৷ ভবিষ্যতে পেমেন্ট করতে দরকার শুধু মোবাইল ফোন ৷

File photo of NITI Aayog CEO Amitabh Kant (CNN-News18)

advertisement

নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্তের মতে, ২০২০ সালের মধ্যে ক্যাশলেস অর্থনীতি পরিচালিত হবে ব্যাঙ্কিং অ্যাপস ও মোবাইল ফোনের মাধ্যমে ৷ এই দাবীর পিছনে নীতি আয়োগ কমিটির কর্তার যুক্তি, ভারতের ৭২ শতাংশ নাগরিকের বয়স এই মুহূর্তে ৩২-এর নীচে ৷ গ্যাজেট প্রিয় ও প্রযুক্তি নির্ভর এই প্রজন্ম নগদ কাছে রাখার থেকে ডিজিট্যাল লেনদেনকেই বেশি আকর্ষণীয় মনে করে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অমিতাভ কান্ত আরও বলেন, ভারতই একমাত্র দেশ যেখানে একশো কোটিরও বেশি বায়োমেট্রিক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্রতি জন পিছু একটি করে মোবাইল ফোন আছে ৷ এমনকি ভবিষ্যতে বায়োমেট্রিক পদ্ধতিতেও টাকা লেনদেনের ব্যাপারটি জনপ্রিয় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নীতি আয়োগ কমিটির CEO ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৩ থেকে ৪ বছর পর আর কাজে লাগবে না ডেবিট-ক্রেডিট কার্ড!