TRENDING:

পাঠানকোটে খতম অবশিষ্ট দুই জঙ্গি, লড়াই কার্যত শেষ

Last Updated:

পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটি থেকে উদ্ধার হল আরও এক জঙ্গির দেহ ৷ এএনআই সূত্রে খবর, গুলির লড়াইয়ে নিহত আত্মগোপন করে থাকা এক জঙ্গি ৷ এই নিয়ে উদ্ধার হল পাঁচ জঙ্গির দেহ ৷ এনএসজি ও সেনাবাহিনীর জওয়ানরা খুঁজছেন ষষ্ঠ জঙ্গিকে ৷ পাঠানকোটে সেনা অভিযান কার্যত শেষ পর্যায়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঠানকোট: পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটি থেকে উদ্ধার হল বাকি দুই জঙ্গির দেহ ৷ এএনআই সূত্রে খবর, গুলির লড়াইয়ে নিহত  আত্মগোপন করে থাকা দুই  জঙ্গি ৷ এই নিয়ে উদ্ধার হল ছ’জন জঙ্গির দেহ ৷  আর কোনও জঙ্গি নেই বলেই অনুমান এনএসজি ও সেনাবাহিনীর জওয়ানদের৷ পাঠানকোটে সেনা অভিযান কার্যত শেষ পর্যায়ে ৷  এর আগেই এদিন সকালে এনএসজি-বায়ুসেনা যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আত্মগোপন করে থাকা জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে ভারতীয় জওয়ানরা ৷ আর কিছু সময়ের মধ্যেই শেষ করা যাবে বাকি জীবিত জঙ্গিদের ৷
advertisement

অন্যদিকে, পাঠানকোট হামলার দায় স্বীকার করল জঙ্গিগোষ্ঠী ইউনাইটেড জেহাদ কাউন্সিল ৷ ১৫টি জঙ্গিগোষ্ঠীর সংগঠন ইউনাইটেড জেহাদ কাউন্সিলের শীর্ষ নেতা সৈয়দ সালাউদ্দিন ৷

এদিন সকালে সেনাবাহিনীর মেজর জেনারেল দ্যুসন্ত সিং জানিয়েছিলেন, জঙ্গিরা পাঠানকোট বিমানঘাঁটির একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছে ৷ বাড়িটিকে ঘিরে ফেলেছে সেনা ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘিরে ফেলার পর বাড়িটিকে ট্যাঙ্কার দিয়ে উড়িয়ে দেয় সেনা ৷ পরে সেই ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার হয় মৃত জঙ্গিদের দেহ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শনিবার ভোররাতে কুয়াশার সুযোগ নিয়ে সেনা পোশাকে বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ঠ জইশ জঙ্গি ৷ শনিবারই সেনাবাহিনীর হাতে মারা যায় ৪ জঙ্গি ৷ সেনা অভিযান শুরু হওয়ার প্রায় ৬০ ঘণ্টা পর নিকেশ হল পঞ্চম এবং ষষ্ঠ জঙ্গি ৷ সেনা-জঙ্গি লড়াইয়ে এই তিনদিনে শহীদ হয়েছেন সাতজন ভারতীয় বীর সেনানী ৷ আহত প্রায় ২০ জন জওয়ান ৷ তল্লাশি অভিযানের শেষ পর্যায়ে আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা সে ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি চালাচ্ছে  সেনা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটে খতম অবশিষ্ট দুই জঙ্গি, লড়াই কার্যত শেষ