TRENDING:

Manipur Landslide: দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও জারি উদ্ধারকাজ, মণিপুরে ধসের ঘটনায় এখনও অবধি উদ্ধার ২৭ জনের নিথর দেহ

Last Updated:

Manipur Landslide: তল্লাশিতে সেনা কুকুর ও ওয়াল রেডার প্রযুক্তির ব্যবহার হচ্ছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : মণিপুরে ধসের ঘটনায় এখনও অবধি ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে । এখনও নিখোঁজ ৩ জন সেনা জওয়ান । সাধারণ নাগরিকদের মধ্যে ১৫ জনের  নিথর দেহ উদ্ধার হয়েছে । এখনও নিখোঁজ হয়ে আছেন ১৭ জন ।
এখনও নিখোঁজ হয়ে আছেন ১৭ জন
এখনও নিখোঁজ হয়ে আছেন ১৭ জন
advertisement

প্রশাসন যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ১০৭ নম্বর টেরিটোরিয়াল আর্মির বি কোম্পানির মোট ৪৩ জন জওয়ান এবং জেসিও আছেন । বেঙ্কট সাই কনস্ট্রাকশনের ২৩ জন কর্মী,  রেলের ৩ ইঞ্জিনিয়র ও কর্মী,  ভারত ইনফ্রা প্রাইভেট লিমিটেডের তিন জন, পাঁচ জন গ্রামবাসী ও শনাক্ত না হওয়া চার জন-সহ মোট ৮১ জন ধসের সময় ওই এলাকায় ছিলেন।

advertisement

আরও পড়ুন : সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত প্রবীণ নেতা লালু প্রসাদ যাদব! ভাঙল কাঁধ

এর মধ্যে সেনার ২০ জন, বেঙ্কট সাইয়ের ৬ জন, ভারত ইনফ্রার ১ জন এবং শনাক্ত না হওয়া দুই জনের দেহ উদ্ধার হয়েছে ৷  সোমবারও সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। এনডিআরএফ ও এসডিআরএফ-এর মোট ১০৯ জন,  পুলিশ ও দমকলের ১৩৮ জন, অসম রাইফেলসের ২০৫ জন ও স্বেচ্ছাসেবী সংস্থার ২৫ জন মিলিয়ে প্রায় ৪৭৭ জনের উদ্ধারকারী দল সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছেন। তল্লাশির কাজে সেনাবাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াড ও ওয়াল রেডার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ।

advertisement

আরও পড়ুন :  কেন হঠাৎ হায়দরাবাদকে ভাগ্যনগর সম্মোধন মোদির? তবে কি বদলাচ্ছে নাম? জোর জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারী বৃষ্টিপাত,  দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মণিপুরে চলছে উদ্ধারকাজ৷ ভারতীয় সেনার একাধিক দক্ষ দল নিয়োজিত হয়ে আছে এই কাজে। বার বার প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাঘাত ঘটছে উদ্ধারের কাজে৷ সার্চ পার্টি অবশ্য কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা গিয়ে দেখা করেছেন আহত জওয়ানদের সঙ্গে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Landslide: দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও জারি উদ্ধারকাজ, মণিপুরে ধসের ঘটনায় এখনও অবধি উদ্ধার ২৭ জনের নিথর দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল