২০০ জন এখনও চিকিৎসাধীন। ২ জন লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, বুধবার হিংসা কবলিত এলাকায় যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি৷ আর সেখানে প্রথমে বেশ কয়েক স্তরে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন৷ তিনি বলেন, ‘মৃতের পরিবার পিছু ১০ লক্ষ টাকা দেওয়া হবে৷ পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে যাঁদের স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছে তাঁদের পরিবারকে৷ যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের দেওয়া হবে দু’লক্ষ টাকা করে৷ সামান্য আহত হয়েছেন যাঁরা, তাঁদের দেওয়া হবে ২০ হাজার টাকা করে৷ এছাড়া, যাদের বাড়ি একেবারে পুড়ে গিয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল৷ যাদের দোকান লুঠ করা হয়েছে, তাঁদেরকে ২৫ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে৷
advertisement
ওদিকে. শেষ পর্যন্ত আপ কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল দিল্লি পুলিশ৷ আপ কাউন্সিলরের বিরুদ্ধে আজ সকাল থেকেই অভিযোগ উঠেছিল, তাঁর সঙ্গী সাথীরা খুন করেছে আর হিংসায় মদত দিয়েছে৷ ঘুরিয়ে সেই অভিযোগকেই স্বীকৃতি দিল দিল্লি পুলিশ৷