TRENDING:

Simran Singh Death: অকালেই হারিয়ে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও রেডিও জকি, হতাশায় চরম সিদ্ধান্ত!

Last Updated:

Simran Singh Death: পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে সিমরান বেশ কিছু সময় ধরে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, এবং সেই কারণেই এই চরম পদক্ষেপ নিয়েছেন, বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং ফ্রিল্যান্স রেডিও জকি সিমরন সিংহ, যিনি জম্মু থেকে আসেন, হতাশায় চরম সিদ্ধান্ত নিয়েছেন৷ নিজের ঘরেই নিজেকে শেষ করেন তিনি৷ গুরগাঁওয়ের অ্যাপার্টমেন্টে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
অকালেই হারিয়ে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও রেডিও জকি, হতাশায় চরম সিদ্ধান্ত!
অকালেই হারিয়ে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও রেডিও জকি, হতাশায় চরম সিদ্ধান্ত!
advertisement

পুলিশের সন্দেহ এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তার শরীর বুধবার রাতে তার রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! সাংঘাতিক সংঘর্ষ বাস-গাড়ির, ৫ জনের মৃত্যু, মুছে গেল গোটা পরিবার

জনপ্রিয় ইনফ্লুয়েন্সারটি সিমরন সিংহ, ২৫ বছর বয়সী, যিনি ইনস্টাগ্রামে প্রায় সাত লাখ ফলোয়ার অর্জন করেছেন এবং তার ফ্যানদের মধ্যে RJ সিমরন নামেই পরিচিত। তিনি ১৩ ডিসেম্বর একটি রিল পোস্ট করেছিলেন, যার ক্যাপশন ছিল, “শুধু একটি মেয়ে, যার endless giggles এবং তার গাউন, সমুদ্র সৈকত দখল করছে।”

advertisement

কিভাবে ঘটনা সামনে এল? গুরগাঁওয়ের সেক্টর ৪৭-এর অ্যাপার্টমেন্টে তার মৃতদেহ পাওয়া যায়৷ পুলিশ জানিয়েছে, সে যে বন্ধুটির সঙ্গে থাকত, সেই পুলিশকে খবরটি দেয়৷ পুলিশ রাত ১০:৩০ এ পার্ক হাসপাতাল থেকে মৃতদেহের বিষয়ে তথ্য পায়।

আরও পড়ুন: অসুস্থ স্ত্রী-এর জন্য আগেই চাকরি থেকে অবসর! ব্যক্তির বিদায় অনুষ্ঠানেই মৃত্যু স্ত্রী-এর, দেখুন ভিডিও…

advertisement

তদন্তকারী কর্মকর্তা, গুরগাঁও-এর সাদার পুলিশ স্টেশনের ASI প্রদীপ কুমার জানিয়েছেন, পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে সিমরান বেশ কিছু সময় ধরে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, এবং সেই কারণেই এই চরম পদক্ষেপ নিয়েছেন৷ এবং তিনি এই ঘটনাটির জন্য কাউকে দায়ী করেননি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ওই অফিসার জানিয়েছেন, “পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর, তদন্ত শুরু হয় এবং বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত করা হয়। মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনও মামলা দায়ের করা হয়নি।” সিমরন, যিনি জম্মু অঞ্চল থেকে আসতেন, তার ফ্যানদের মধ্যে “জম্মু কা ধাডকন” নামে পরিচিত ছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Simran Singh Death: অকালেই হারিয়ে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও রেডিও জকি, হতাশায় চরম সিদ্ধান্ত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল