TRENDING:

দাউদের ভাগ্নের বিয়ে, তটস্থ মুম্বই পুলিশ

Last Updated:

মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম কাসকরের ভাগ্নের বিয়ে কেন্দ্র করে গোটা মুম্বই পুলিশ তটস্থ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম কাসকরের ভাগ্নের বিয়ে কেন্দ্র করে গোটা মুম্বই পুলিশ তটস্থ ৷ দাউদের বোন হাসিনা পারকরের ছেলের বিয়ে সম্পন্ন হবে ১৭ অগস্ট মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে ৷ খবর অনুযায়ী, এই বিয়েতে হাজির থাকতে পারেন দাউদের ভাই ইকবাল কাসকরও ৷
advertisement

মোস্ট ওয়ান্টেড ডন দাউদের ভাগ্নের বিয়েতে কড়া নজর রাখতে চান মুম্বই পুলিশ ৷ সেই অনুযায়ীই নানা প্ল্যান নিয়ে হাজির হয়েছে পুলিশ ৷ গোটা মুম্বই জুড়ে আলাদা নজরদাড়ি চালানো হচ্ছে ৷ নজরে রয়েছে বিয়ের আসর মুম্বইয়ের এক নামকরা পাঁচতারা হোটেলও ৷

তথ্যসূত্রে জানা গিয়েছে, দাউদ ভাগ্নের বিয়েতে স্বশরীরে উপস্থিত নাও থাকলেও, স্কাইপের মাধ্যমে নাকি সরাসরি চোখ রাখবেন গোটা বিয়ের অনুষ্ঠানে ৷ তবে এব্যাপারে কোনও রকম মন্তব্য করতে চাননি মুম্বই পুলিশ আধিকারিকরা ৷ কিন্তু জানা গিয়েছে, ভারতীয় গোয়েন্দা বিভাগ ক্রমাগত নজরে রেখেছে দাউদের ভাগ্নের বিয়ের সূচীতে ৷

advertisement

তথ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বই ক্রাইম বাঞ্চের অ্যান্টি এক্সটরশন বিভাগও নজরে রেখেছে গোটা বিয়ের অনুষ্ঠানের দিক ৷ ক্রমাগত আপডেট নেওয়া হচ্ছে, অতিথি হিসেবে ঠিক কারা কারা আসতে চলেছেন এই বিয়ের আসরে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চরম ভোগান্তি রোগী, অন্তঃসত্ত্বাদের! ঝাড়খণ্ডে হঠাৎ করেই ঢুকতে পারছে না বাংলার টোটো
আরও দেখুন

দাউদের ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুযায়ী, মসজিদে নিকাহ শেষ হওয়ার পর, সন্ধে ৭.৩০টা নাগাদ পাঁচতারা হোটেলে পার্টি শুরু হবে ৷ তাঁরাও জানিয়েছেন, অনুষ্ঠানে স্কাইপের মাধ্যমে যোগ দেওয়ার কথা দাউদ ইব্রাহিমের৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দাউদের ভাগ্নের বিয়ে, তটস্থ মুম্বই পুলিশ