প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সাহায্যে গত দু’দশক ধরে লুকিয়ে রয়েছে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার ৷ তবে এবার কিঞ্চিৎ বেকায়দায় এই কুখ্যাত ডন ৷ ১৯৯৩ সালে মুম্বই ব্লাস্টের মূলচক্রী ছিলেন দাউদ ৷ ওই বিস্ফোরণে ২৫৭ জন নিহত হন। গত কয়েকবছর ধরে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে ৷ জঙ্গি গোষ্টী আল কায়দা ও লস্কর ই তৈবাকে আর্থিক সাহায্য করার ও টাকা তছরুপেরও অভিযোগ রয়েছে ৫৯ বছরের এই গ্যাংস্টারের বিরুদ্ধে ৷
advertisement
নয়াদিল্লি রাষ্ট্রপুঞ্জের হাতে পাকিস্তানে দাউদের বাড়ির ঠিকানার নথি ও তথ্য জমা দিয়েছে ৷ তাতে এও জানানো হয়েছে যে পাকিস্তানে তার প্রচুর সম্পত্তি রয়েছে ৷ সে বিষয়েও তথ্য জমা দেওয়া হয়েছে ৷ পাকিস্তান মধ্যেই তিনি বহুবার ঠিকানা বদল করে থাকেন ৷ রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই তাকে জঙ্গির তকমা দিয়েছে। সূত্রের খবর, আপাতত পাকিস্তানের করাচিতে রয়েছে দাউদ ৷