রুখসানা (৪৫) নামে ওই মহিলার একমাত্র সন্তানের নাম মুস্কান। মুস্কানের বিয়ে হয়ে গেলেও সে জাভেদ নামের এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। এই সম্পর্কের বিরোধিতা করায় মায়ের উপরই হামলা চালিয়ে হত্যা করে তারা।
আরও পড়ুন: কনস্টেবল স্ত্রী-এর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ, দেখা করতে এসে ব্যক্তি যা করলেন…
কী ভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনাটি? পুলিশ জানিয়েছে, মুস্কান তার প্রেমিককে বাড়িতে ডেকে আনে। রাতের আঁধারে তারা একসঙ্গে ছিল। এই সময় মায়ের ঘুম ভেঙে যায়। তিনি বিষয়টি বুঝতে পেরে তাদেরকে তিরস্কার করতে শুরু করেন। কিন্তু মুস্কান এবং জাভেদ রেগে গিয়ে মায়ের উপর হামলা চালায় এবং তাঁকে খুন করে৷
advertisement
গ্রামবাসীদের মতে, মুস্কানের বিয়ে ৫ মাস আগে পলওয়াল জেলার মলাই গ্রামে হয়েছিল। কিন্তু সে তারপরও জাভেদের সঙ্গেই সম্পর্ক রেখেছিল। এই বিষয়টি জানার পর রুখসানা বিরোধিতা করতে থাকায় তারা এই চরম পদক্ষেপটি নেয়। এবং ঘটনার পর পালিয়ে যায়৷
আরও পড়ুন: এসির শর্ট সার্কিট থেকে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে গেল মা ও শিশুদের দেহ! বিস্তারিত জানুন
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ডিএসপি নুহ সুরেন্দ্র জানিয়েছেন, মুস্কান ও জাভেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মায়ের প্রতি কন্যার এই নৃশংসতা সকলকেই হতবাক করেছে।