TRENDING:

পাকিস্তানে‌র ‘‌সংখ্যালঘু’–দের পাশে দাঁড়ান, হরভজন, যুবরাজকে কাতর আবেদন করলেন দানিশ কানেরিয়া‌

Last Updated:

ক'দিন আগেই করোনা ভাইরাস মোকাবিলায় শাহিদ আফ্রিদির সংস্থার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে যুবরাজ ও হরভজন সিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌ইসলামাবাদ:‌ এর একাধিকবার পাক ক্রিকেটার দানিশ কানারিয়া পাকিস্তানের সংখ্যালঘুদের হয়ে আওয়াজ তুলেছেন। বারবার তাঁদের অধিকারের প্রসঙ্গ টেনে এনেছেন। সেই সঙ্গে তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে তাঁকে অন্যায় সহ্য করতে হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এবার করোনা ধাক্কা সামলাতে ভারতের সাহায্য চাইলেন দানিশ।
advertisement

সম্প্রতি একটি ট্যুইট করে দানিশ কানেরিয়া বলেছেন, আমি যুবরাজ সিং ও হরভজন সিংকে অনুরোধ করব, আপনারা দয়া করে পাকিস্তানের বাসিন্দা সংখ্যালঘুদের অধিকারের কথাটা একটু বলুন। ওঁদের সাহায্যের আবেদন করেও ভিডিও বানান। আপনাদের সাহায্য ওঁদের দরকার।’‌ এরপর একটি অর্থ সাহায্যের লিংকও শেয়ার করেন দানিশ। সেখানে পাকিস্তানে সংখ্যালঘুদের জন্য অর্থ সাহায্য যাবতীয় তথ্য সেখানে দেওয়া রয়েছে। আর এই সবটাই অবশ্য করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অবশ্য হরভজন সিং ও যুবরাজ সিংকে এই বিষয়ে বলার নানা কারণ আছে। ক'দিন আগেই করোনা ভাইরাস মোকাবিলায় শাহিদ আফ্রিদির সংস্থার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে যুবরাজ ও হরভজন সিং। তারপর অবশ্য ফ্যানেদের প্রশ্নের মুখেও পড়তে হয়েচিল এই দুই জাতীয় ক্রিকেটারকে। কিন্তু তার উত্তরও দিয়েছিলেন যুবরাজ। যদিও দানিশ কানেরিয়ার ট্যুইটের জবাব তাঁরা এখনও দেননি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তানে‌র ‘‌সংখ্যালঘু’–দের পাশে দাঁড়ান, হরভজন, যুবরাজকে কাতর আবেদন করলেন দানিশ কানেরিয়া‌
Open in App
হোম
খবর
ফটো
লোকাল