আরও পড়ুন : ৬ বছরের শিশুকন্যাকে নিয়ে বহুতল থেকে ঝাঁপ, আত্মঘাতী ২৮ বছরের যুবতী
জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবকের নাম রাজবীর (১৯) এবং অরুণ কুমার (২৫) ৷ শনিবার ১৫ বছরের কিশোরীর দেহ একটি রেল লাইন থেকে উদ্ধার করা হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন : ঋণের অনাদায়ের প্রতিশোধ, অন্তঃসত্ত্বা মহিলার মাথা ট্রাক্টর দিয়ে পিষে দিল আদায়কারী
পুলিস সূত্র মারফত জানা গিয়েছে, পিলভিটের কানওয়ালপুর গ্রাম থেকে ২ যুবক অপহরণ করে ওই ১৫ বছরের দলিত কিশোরীকে ৷ কিশোরী বাড়ি ফেরার পথেই তাকে অপহরণ করে দুষ্কৃতীরা এবং বদায়ু অঞ্চলের একটি রেললাইনের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে ৷ এরপর, প্রমাণ লোপাটের জন্য কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷
কিছুদিন আগেও লখিমপুর খেরি অঞ্চল থেকে দুটি দলিত মেয়ের মৃত দেহ উদ্ধার করা হয় ৷ দেহ গুলিকে ময়না তদন্ত করা হলে জানা যায় যে তাদের ধর্ষণের পর শ্বাসরোধ করে মারা হয়েছে ৷ এই দলিত দুই কিশোরীকেও অপহরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷