TRENDING:

Dadra Industrial Area Fire: দাদরা ও নগর হাভেলির শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই পরপর কারখানা-গুদাম

Last Updated:

দাদরা ও নগর হাভেলিতে ভয়াবহ আগুন, বিধ্বংসী অগ্নিকাণ্ড দাদরার শিল্পাঞ্চলে। সোমবার রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় পরপর কারখানা-গুদাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাদরা ও নগর হাভেলি: দাদরা ও নগর হাভেলিতে ভয়াবহ আগুন, বিধ্বংসী অগ্নিকাণ্ড দাদরার শিল্পাঞ্চলে। সোমবার রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় পরপর কারখানা-গুদাম। জানা যায়, কারখানায় মজুত থাকা দাহ্য পদার্থে বিপদ আরও বাড়ে। নিমেষের মধ্যে দাবানলের মতো ছড়াতে থাকে আগুন। একের পর এক কারখানায় দাউদাউ করে জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকল বাহিনীর।
Massive Fire in Dadra Industrial Area
Massive Fire in Dadra Industrial Area
advertisement

দাদরা ও নগর হাভেলিতে ভয়াবহ আগুন, বিধ্বংসী অগ্নিকাণ্ড দাদরার শিল্পাঞ্চলে

দমকল আধিকারিকদের মতে, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। অগ্নি দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অমৃতলাল জানান, ” রাত ১০.১৪ নাগাদ দফতরে আগুন লাগার খবর আসে। নিমেষের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বক্সা জঙ্গলের মহাকাল সাফারির সময় পরিবর্তন! গাইড থেকে পর্যটক, সকলেই চিন্তিত
আরও দেখুন

গত শনিবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে উত্তর গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় এক জনপ্রিয় নৈশক্লাবে। দাউদাউ করতে জ্বলতে থাকে গোটা নাইটক্লাব। বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। কৃর্তৃপক্ষ জানিয়েছেন, মৃতদের মধ্যে ২০ জনই ক্লাবের কর্মী। বাকি পাঁচ জন অন্য রাজ্য থেকে বেড়াতে এসেছিলেন গোয়ায়। ২৫ জনের দেহই শনাক্ত করা গিয়েছে। ক্লাবের সিসিটিভি  ফুটেজ থেকে জানা যায়, বেলি ড্যান্স ও লাইভ মিউজিক পারফরম্যান্স চলাকালীন একটি বৈদ্যুতিক বাজি জ্বালানো হয়। কয়েক মুহূর্তের মধ্যেই বাজি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বাঁশ দিয়ে ক্লাবের ছাদে গিয়ে লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন দাবালনের মতো ছড়িয়ে পড়ে উপরের কাঠের কাঠামো জুড়ে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Dadra Industrial Area Fire: দাদরা ও নগর হাভেলির শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই পরপর কারখানা-গুদাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল