আগাগোড়া ভারতীয় সংস্কৃতিকে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ বা কোনও উল্লেখযোগ্য ঘটনাকে মনে রেখে সদ্যোজাতদের নাম রাখতে দেখা যায়। তাই এই ঘটনা নতুন নয়। কিন্তু সংখ্যাটা এবার বেশ বড়। মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় যখন দেশের পূর্ব উপকূলে পৌঁছেছিল, তখন অনেক শিশুর জন্ম হয়। আবার এমন আরও অনেকে আছে যারা বালাসোরে (Balasore) যখন ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তখন ওই এলাকা থেকে ৫০ কিলোমিটার এলাকার মধ্যে পৃথিবীর প্রথম আলো দেখে। বালাসোর জেলার পরখি (Parakhi) এলাকার বাসিন্দা সোনালি মাইতি (Sonali Maiti) বলেছিলেন যে তিনি তার নবজাতক ছেলের জন্য ‘ইয়াস’-এর চেয়ে ভাল নাম ভাবতে পারেননি, তিনি মনে করেন তার পুত্রসন্তানের জন্মে ঘূর্ণিঝড়ের আগমন ঘটেছে।
advertisement
একই ভাবে কেন্দ্রাপাড়া (Kendrapara) জেলার বাসিন্দা সরস্বতী বৈরাগী (Saraswati Bairagi) বলেন, যে তিনি ঝড়ের পরে নিজের নবজাতক মেয়ের নাম রেখেছেন ‘ইয়াস’, তাঁর দাবি প্রত্যেকে এই নামের জন্য এই ভয়ানক ঝড়কে মনে রাখবে। তিনি বলেন, “আমার সন্তান এমন দিনে পৃথিবীতে এসেছে, যার জন্য আমি অত্যন্ত খুশি, যা প্রত্যেকে মনে রাখবে। আমি তার নাম রেখেছি ‘ইয়াস বৈরাগী”। রাজ্যের অন্যান্য অঞ্চল থেকেও এই একই ঘটনা সামনে আসছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
এবার জানতে হবে এই ‘ইয়াস’ নামটি কোথা থেকে এল! আসলে সামুদ্রিক ঝড়গুলির ক্ষেত্রে প্রতিবারই কোনও না কোনও দেশ নামকরণ করে। এবার এই ঘূর্ণিঝড়ের নাম রাখে ওমান (Oman)। ‘ইয়াস’ শব্দটির উৎপত্তি ফারসি ভাষা থেকে। এর ইংরেজি অর্থ ‘জেসমিন’ বা জুঁইফুল।