এই ভয়ানক সাইক্লোনের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে৷ তারমধ্যে একটি ভিডিও সোমনাথের৷ সেখানে ৯ সেকেন্ডের একটি ভিডিও৷ যা মানুষকে আতঙ্কে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট৷ তাতে হাওয়ার প্রবল দাপটের আন্দাজ পাওয়া যাচ্ছে৷ চোখের নিমেষে একটি মোবাইল টাওয়ার যেন খড়কুটোর মতো ভেঙে গেল৷
সোমনাথ ও গিরের এলাকার এই ভিডিও এলাকার মানুষের মধ্যে ত্রাস তৈরি করেছে ৷ তবে এটা সঠিকভাবে কোন শহরের তা অবশ্য চিহ্নিত করা যায়নি৷
এর আগে ৯ জুন ১৯৯৮ সালে গুজরাতে সাইক্লোন আছড়ে পড়ে যার থেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল৷ সেই সময় প্রচুর লোক মারা গিয়েছিল৷ বিশেষ করে কান্ডলা বন্দর এলাকায় সর্বাধিক ক্ষতি হয়েছিল৷ সরকারিভাবে মৃতের সংখ্যা ১১৭৩, আর নিরুদ্দেশ হয়েছিল ১৭৭৪ জন৷ সেই সময়ে এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি অন্তত ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল৷ শবদেহ সমুদ্রে ভাসছিল৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2021 12:33 PM IST