আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মুম্বই, থানে, পলঘর, রায়গরের বহু এলাকায় অনবরত চলবে নিসর্গের তাণ্ডব৷ আগামী ৪-৫ ঘণ্টা তুমুল বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি চলতেই থাকে ৷ উত্তাল হয়ে উঠবে সমুদ্র !
নীচের ভিডিওতে দেখুন, কীভাবে চলছে নিসর্গের তাণ্ডব৷ কীভাবে বাড়ির চাল উড়ে এসে পড়ছে মাটিতে ৷ ভিডিওটি তোলা হয়েছে শ্রীবর্ধন মার্কেটে ৷
advertisement
ভূমিভাগে আছড়ে পড়ল সাইক্লোন 'নিসর্গ' । তার জেরে মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রবল তাণ্ডবলীলা । আগামী ৩ ঘণ্টা ধরে আছড়ে পড়ার প্রক্রিয়া চলবে, জানিয়েছে মৌসম ভবন । মহারাষ্ট্রের রায়গড় জেলায় ঝড়ের মুখ প্রথম প্রবেশ করে । দুপুর ১২.৩০ মিনিটে শুরু হয় আছড়ে পড়ার প্রক্রিয়া । আলিবাগ থেকে ৪০ কিলোমিটার এবং মুম্বই থেকে ৯৫ কিলোমিটার দূরে রায়গড়ে আছড়ে পড়ে প্রবল শক্তি নিয়ে । তবে মুম্বই-এ ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি । বাণিজ্যনগরীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ।